শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বিএনপিকে নির্বাচনে আনার প্রস্তাব দেওয়া হয়নি

কূটনৈতিক প্রতিবেদক

বিএনপিকে নির্বাচনে আনার প্রস্তাব দেওয়া হয়নি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, বিএনপিকে নির্বাচনে আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কোনো প্রস্তাব দেওয়া হয়নি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় এক প্রশ্নের জবাবে বিএনপির নাম উল্লেখ না করে ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বলেছি, একটি বড় দল নির্বাচন করতে চায় না। এ দলটির জন্ম ক্যান্টনমেন্টে। তাদের নির্বাচনে আনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে কোনো প্রস্তাব দেওয়া হয়নি। আমি বলেছি, তারা নির্বাচনে আসতে চায় না। আপনারা পারলে আনেন। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে বার্ষিক মানবাধিকার প্রতিবেদন দেয়, সেটা খুব তথ্যনির্ভর নয়। পত্রিকা দেখে আর এনজিওর কাছ থেকে তথ্য নিয়ে তারা এ প্রতিবেদন করে। ড. মোমেন আরও বলেন, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ২০০১ সালে যুক্তরাষ্ট্র ফেরত দিতে চেয়েছিল। তবে পরবর্তীতে সরকার পরিবর্তন হওয়ার ফলে আর সেটা সম্ভব হয়নি। আমরা আবারও তাকে ফেরত দিতে বলেছি। এ বিষয়ে যুক্তরাষ্ট্র পজিটিভ। এ ছাড়া ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেছে বলে জানান তিনি। সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে ওয়াশিংটন সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। যুক্তরাষ্ট্র থেকে তিনি জাপান, পালাউ ও সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরেছেন। এদিকে বুধবার সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর আয়োজিত ‘কভিড-১৯ পরবর্তী বিশ্বব্যবস্থা : বৈশ্বিক উদ্যোগ, কৌশল ও করণীয়’ শীর্ষক লেকচার সিরিজে মূল প্রবন্ধে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতায় কভিডসহ যে কোনো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

সর্বশেষ খবর