শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

জুলাই আগস্টে জেলা পরিষদ নির্বাচন

উদ্যোগ নেওয়া হচ্ছে বিধি সংশোধনের

গোলাম রাব্বানী

আগামী জুলাই-আগস্টে জেলা পরিষদ নির্বাচন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। এ জন্য দ্রুত জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও নির্বাচনী আচরণ বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা দিয়েছে ইসি সচিবালয়। এক্ষেত্রে কুমিল্লা সিটি করপোরেশন ও স্থানীয় নির্বাচন শেষ করেই জেলা পরিষদ নির্বাচন করতে চায় ইসি। জুলাই-আগস্টে এ নির্বাচন করার প্রাথমিক চিন্তা করা হচ্ছে। আইন অনুযায়ী সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্য নির্বাচিত করে থাকেন। আগের আইনে প্রতি জেলায় ১৫ জন সাধারণ সদস্য এবং পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য ছিলেন। তবে তা সংশোধন করে প্রত্যেক উপজেলায় (জেলার মোট উপজেলার সমানসংখ্যক) একজন করে সদস্য এবং চেয়ারম্যানসহ সদস্যদের মোট সংখ্যার এক তৃতীয়াংশ (নিকটবর্তী পূর্ণসংখ্যা) ও কমপক্ষে দুজন নারী সদস্য নিয়ে জেলা পরিষদ গঠনের কথা বলা হয়েছে।

এদিকে মেয়াদ শেষ হওয়ায় গত ১৭ এপ্রিল দেশের পার্বত্য তিন জেলা ছাড়া সব জেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে। ওই দিন ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এসব জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া প্রক্রিয়া চলছে। নির্বাচনের মাধ্যমে নতুন পরিষদ গঠন না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। তবে রাজনৈতিক ব্যক্তিরাই প্রশাসক হিসেবে নিয়োগ পেতে পারেন বলে জানা গেছে। জেলা পরিষদের নির্বাচনের প্রস্তুতির বিষয়ে ইসির নির্বাচন শাখার কর্মকর্তারা বলছেন, জেলা পরিষদের আইন সংশোধন হয়েছে। এখন নির্বাচনী বিধিমালা সংশোধনের প্রয়োজন রয়েছে। আচরণ বিধিমালাও দেখা হচ্ছে সংশোধনের প্রয়োজন আছে কি না। ফাইল তৈরি হয়েছে নির্বাচন কমিশনের অনুমোদন পেলে কাজ শুরু করা হবে। এ ছাড়া এ নির্বাচনের জন্য ভোটার তালিকা তৈরি করতে হবে। আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সভা রয়েছে। সভায় এ নির্বাচনের বিষয় আলোচনা হতে পারে। ইসির সিদ্ধান্ত পেতে দ্রুত সব কাজ শেষ করা হবে। জানা গেছে, জেলা পরিষদে প্রশাসক নিয়োগ হবে খুবই কম সময়ের জন্য। আগামী তিন মাসের মধ্যেই এ নির্বাচন সম্পন্ন হতে পারে। আগামী সপ্তাহে নির্বাচন কমিশন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল নির্ধারণের জন্য সভা করবে। এ সভার আলোচ্যসূচিতে জেলা পরিষদ নির্বাচনের বিষয়টিও থাকতে পারে। তবে এদিন জেলা পরিষদ নির্বাচনের তফসিল নির্ধারণ হবে না। তবে মে-জুনে এ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। ইসির কর্মকর্তারা বলছেন, গত জানুয়ারিতেই এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে গেছে। সংশ্লিষ্ট আইন অনুসারে, এই প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠানের সময় হচ্ছে পরিষদের মেয়াদ পূর্ণ হওয়ার আগের ছয় মাসের মধ্যে। সেক্ষেত্রে গত বছর আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যেই এই নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় সরকার বিভাগ আইন সংশোধন করে এ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে সিদ্ধান্ত নেয়। গত ৬ এপ্রিল জাতীয় সংসদে জেলা পরিষদ আইনের ওই সংশোধনী বিল পাস হয় এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর ১৩ এপ্রিল এর গেজেট হয়। এর পরই জেলা পরিষদগুলো বিলুপ্ত ঘোষণা করে এসব পরিষদে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম চালানোর জন্য ক্ষমতা দেওয়া হয় পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের। দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন হয় ২০১৬ সালের ২৮ ডিসেম্বর। সে সময় তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলায় নির্বাচন হয়। এর মধ্যে ২১টি জেলায় চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ছাড়া নির্বাচনে ৬৯ জন সংরক্ষিত আসনের নারী সদস্য ও ১৬৬ জন সাধারণ সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত চেয়ারম্যানরা শপথ নেন ২০১৭ সালের ১১ জানুয়ারি আর সদস্যরা শপথ নেন ১৮ জানুয়ারি।

সর্বশেষ খবর