শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

থানার ৩০০ গজের মধ্যে চুরি, শনাক্ত হয়নি কেউ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লাকসাম থানার ৩০০ গজের মধ্যে নগদ টাকা ও মালামালসহ ৩৫ লাখ টাকার দুর্ধর্ষ চুরি হওয়ার ২৩ দিন পার হলেও পুলিশ কাউকে শনাক্ত করতে পারেনি। এতে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। গত ২৯ মার্চ (মঙ্গলবার) রাতে লাকসামের দৌলতগঞ্জ উত্তর বাজারস্থ গ্রামীণফোন লিমিটেডের পরিবেশক মেসার্স মাসুম টেলিকমে এ চুরির ঘটনা ঘটে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামীণফোন লিমিটেডের পরিবেশক মেসার্স মাসুম টেলিকমে অভিনব কায়দায় জানালার লোহার গ্রিল কেটে ভবনের দ্বিতীয় তলায় মাসুম টেলিকম, তৃতীয় তলায় সাফওয়ান সেন্টারের ক্যাশ এবং চতুর্থ তলায় ভাইয়া গ্রুপের করপোরেট শাখার বিভিন্ন অফিসের মালামাল তছনছ করে নগদ ২১ লাখ ২ হাজার ৫২০ টাকাসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল চুরি করে। মালামালের মধ্যে রয়েছে গ্রামীণফোনের ১০, ১১, ১৯, ২০, ২৪, ২৯ টাকা মূল্যের ১৪ লাখ ১৩ হাজার ৭০৩ টাকার ডাটা ও ভয়েস কার্ড। এ ঘটনায় ৭ এপ্রিল প্রতিষ্ঠানের হিসাবরক্ষক মাকছুদুর রহমান বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই ঘটনার দীর্ঘ তিন সপ্তাহ পার হলেও পুলিশ এখনো কাউকে শনাক্ত করতে পারেনি। এতে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। গ্রামীণফোন লিমিটেডের পরিবেশক মেসার্স মাসুম টেলিকমের জেনারেল ম্যানেজার মো. শহিদ উল্যাহ জানান, প্রতিষ্ঠানের চারতলা ভবনের সবকটি অফিসরুমে থাকা স্টিলের আলমারি, ফাইল কেবিনেট, সেক্রেটারিয়েট টেবিলের ড্রয়ার, ক্যাশ সিন্দুকের দরজা ও লকার ভেঙে বিভিন্ন ফ্লোর থেকে গ্রামীণফোনের ডাটা কার্ড, সিম কার্ড এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ৩৫ লাখ টাকা নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া মাসুম টেলিকমসহ অন্যান্য প্রতিষ্ঠানে চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার বিষয়টি নিশ্চিত করেন। সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মহিতুল ইসলাম জানান, দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। আমরা বিভিন্ন মাধ্যমে এ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছি। আশা করছি ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে সক্ষম হব।

সর্বশেষ খবর