বুধবার, ২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সংবিধানে জাতীয় সরকার বলে কিছু নেই : মানিক

সংবিধানে জাতীয় সরকার বলে কিছু নেই : মানিক

বিএনপির পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হলেও সংবিধানে এ ধরনের সরকার গঠনের কোনো বিধান নেই বলে মনে করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বলেন, এমন কিছু (জাতীয় সরকার) হলে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মতোই উচ্চ আদালতে অবৈধ হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার গঠন বা নির্বাচন, সব কিছুই হয় সংবিধান অনুযায়ী। সংবিধানে জাতীয় সরকার গঠনের কোনো সুযোগ নেই। সংবিধান পরিপন্থী কিছু হলে এটা নিঃসন্দেহে উচ্চ আদালতে কেউ না কেউ চ্যালেঞ্জ করবেন। তখন ওই সরকারের অবৈধ ঘোষণা হওয়ার সম্ভাবনাই খুব বেশি।

বিচারপতি মানিক বলেন, যারা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনে অক্ষম, তারাই এমন বেআইনি প্রস্তাব দিতে পারে। আমি মনে করি যারা জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেয়, তারা জনগণের রায়কে ভয় পায়। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। তাদের এমন চিন্তা সংবিধান সমর্থন করে না।

সর্বশেষ খবর