বুধবার, ২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সবার আগে প্রয়োজন জাতীয় ঐক্য : মিন্টু

সবার আগে প্রয়োজন জাতীয় ঐক্য : মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সবার আগে প্রয়োজন জাতীয় ঐক্য। তারপর নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন। নির্বাচনের পর সবার ঐকমত্যের ভিত্তিতে গঠন করা হবে জাতীয় সরকার। তিনি বলেন, নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের ব্যাপারে বিএনপির প্রস্তাবটি রাজনীতিতে বাপক সাড়া ফেলেছে। দেশের ধ্বংস হয়ে যাওয়া অর্থনৈতিক পরিস্থিতিতে এর কোনো বিকল্প নেই। তবে তা গঠন করতে হবে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের পর ঐকমত্যের ভিত্তিতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘জাতীয় সরকার’ গঠনের প্রস্তাবের বিষয়ে বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, আওয়ামী লীগের অধীনে কখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ সরকারের আমলে গত ১৪ বছরে অনুষ্ঠিত জাতীয়, স্থানীয়সহ সকল পর্যায়ের নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা থেকে আমরা সর্বশেষ এ সিদ্ধান্তে এসে উপনীত হয়েছি যে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্যে প্রয়োজন একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার। এজন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে এ নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে হবে। তারপর সে নির্বাচনে জয়ী হয়ে সবার সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে গঠন করতে হবে একটি জাতীয় সরকার। যে সরকার দায়িত্ব নিয়ে দেশের ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতি বিনির্মাণ করবে। পুনঃপ্রতিষ্ঠিত হবে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র। ন্যায়বিচার ও সুশাসন। আর সেজন্যই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের পর সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। এমনকি আন্দোলনে অংশগ্রহণের পর নির্বাচনে যেসব দল জয়ী হবে না, তাদেরও জাতীয় সরকারে অন্তর্ভুক্ত করা হবে। দেশের বিদ্যমান অবস্থার প্রেক্ষাপটে যা অত্যন্ত সময়োপযোগী প্রস্তাব। তারেক রহমানের এ প্রস্তাব ও উদ্যোগ ইতোমধ্যে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সর্বশেষ খবর