শিরোনাম
বুধবার, ২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

মহানগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, চলমান আন্দোলন দমাতে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ফের মামলা দেওয়া শুরু করেছে সরকার। তিনি বলেন, ঢাকা নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় জড়িত ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের কাউকেই গ্রেফতার করা হয়নি। অথচ মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে বিএনপি নেতা মকবুলকে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। নিউমার্কেটে সংঘর্ষে বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকাসহ সারা দেশের মহানগরীতে এই প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে বিএনপি। বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ঢাকা উত্তরের সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ। মোশাররফ হোসেন বলেন, নিউমার্কেটের দোকানিরা যখন প্রতিরোধ শুরু করেছে, তখন ছাত্রলীগের হেলমেট বাহিনী এই প্রতিরোধ দমন করার জন্য পথচারীদের হত্যা করেছে। তিনি অবিলম্বে তাদের গ্রেফতার এবং বিচারের আওতায় আনাসহ বিএনপি নেতা মকবুল হোসেনের মুক্তি দাবি করেন।

ছাত্রলীগের হেলমেট বাহিনীর খুনের দায় বিএনপির ওপর চাপাতে চায় সরকার- দুলু : বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ছাত্রলীগের হেলমেট বাহিনীর হত্যাকাণ্ডের দায় বিএনপির ওপর দিতে চায় সরকার। সরকার জনগণকে বোঝাতে চায় ঢাকায় নিউমার্কেটের ঘটনার জন্য দায়ী বিএনপি। রাজশাহীর ভুবন মোহন পার্কে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। নগর বিএনপির এ সমাবেশে দলের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত খালেক, মহানগরের আহ্বায়ক এরশাদ আলী ইশা, সদস্য সচিব বিশ্বনাথ সরকার, নগরের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ বক্তব্য রাখেন। বরিশাল : সকালে বরিশাল মহানগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। সদস্য সচিব মীর জাহিদুল কবিরের পরিচালনায় দলের বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, মহানগরের যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলাম জাহান, মহানগর জাসাস সভাপতি মীর আদনান তুহিন, মহিলা দল নেত্রী পাপিয়া আজাদ, ফারহানা তিথি প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর