বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

আগ্রাসন রুখতে হবে

নিজস্ব প্রতিবেদক

আগ্রাসন রুখতে হবে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার এখন শিশুদের ফুটবল খেলার মাঠ দখল করে থানা বানাচ্ছে। এ আগ্রাসন রুখতে হবে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা জাতীয় যুব ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এখন পাঠ্যপুস্তকে একজন নেতা ছাড়া অন্য কারও নাম নেই, ইতিহাস নেই। ফলে আমাদের ছোট ছোট নাতি-নাতনি যারা স্কুলে পড়াশোনা করে, তারা শুধু একজনের নাম জানে। অন্য কারও নাম জানে না। এমনকি এখন যারা কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তারাও শেরেবাংলা এ কে ফজলুল হকের নাম ভুলে যাওয়ার অবস্থায় পৌঁছেছে। বিএনপি মহাসচিব বলেন, আজকে একটা মাত্র পরিবার, একটি মাত্র দর্শনকে সামনে নিয়ে আসার জন্য বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। প্রেক্ষাপট ছিল এক নেতা এক দেশ, এই মতবাদকে প্রতিষ্ঠা করতে হবে এবং এ ছাড়া আর অন্য কিছু থাকবে না। তিনি বলেন, ভয়াবহ আগ্রাসন এই জাতির ওপর শুরু হয়েছে।

একদিকে ইতিহাস বিকৃত করছে, অর্থনীতিকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে, অন্যদিকে রাজনীতিকে একদলীয়করণের দিকে নিয়ে ফ্যাসিবাদের দিকে অগ্রসর হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এমরান সালেহ প্রিন্স, ইশরাক হোসেন, জহির উদ্দিন স্বপন প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর