শিরোনাম
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

র‌্যাবের পর লেবার রাইটস নিয়ে চাপ যুক্তরাষ্ট্রের

আলোচনা সংসদীয় কমিটিতে

নিজস্ব প্রতিবেদক

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর এবার বাংলাদেশের ‘লেবার রাইটস’ বা শ্রম আইন নিয়েও নানা চাপ দেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে শ্রম আইন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কথা বলা শুরু করেছে। এ জন্য ইইউতে জিএসপি সুবিধা কিছু কমে যাওয়ার আশঙ্কা করছে সংসদীয় কমিটি। এ প্রেক্ষাপটে ইস্যু দুটি নিয়ে দুই পক্ষের সঙ্গে অব্যাহতভাবে কাজ করার তাগিদ দিয়েছে কমিটি।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘পররাষ্ট্র    মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠকে এই তাগিদ দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও মো. হাবিবে মিল্লাত বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠক শেষে কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র র‌্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তারা লেবার রাইটস নিয়েও কথা বলছে। লেবার রাইটস নিয়ে ইউরোপীয় ইউনিয়নও কথা বলতে শুরু করেছে। র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সেখানে র‌্যাবের বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। পৃথিবীর যে কোনো দেশে এ ধরনের প্রেক্ষাপটে একটি-দুটি ভুল হতেই পারে। মোটামুটি আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে র‌্যাব অনেক ভালো কাজ করছে। যদি কোনো ভুল করে থাকে, এর জন্য শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। ফ্যাক্ট অ্যান্ড ফিগার দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘যে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করলে কখনো ভুল হতে পারে। পৃথিবীর ৫ হাজার ব্যক্তি গুমের মধ্যে বাংলাদেশে ৫৬/৫৭ জন। আমাদের প্রতিবেশী দেশেও এ সংখ্যা অনেক বেশি। যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে, গুমের বিষয়ে স্পেসিফিক কোনো তথ্য দেওয়া হলে বাংলাদেশ সরকার সেটা দেখবে। এটাও বলা হয়েছে, যদি কোনো সমস্যা থাকে সেটা ইমপ্রুভ করার উদ্যোগ নেওয়া হবে।’ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে বন্ধুপ্রতিম দেশগুলোর সহযোগিতা নেওয়ার বিষয়ে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী আজ জানিয়েছেন, ভারতের সঙ্গে তিনি কথা বলেছেন। তিনি জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। এ ছাড়া অন্যান্য দেশের ইনফ্লুয়েন্সের জন্য ডিপ্লোমেটিক চ্যানেলের কথা আমরা বলছি।’ ফারুক খান বলেন, ‘এও বলেছি, শ্রমিকদের বিষয়ে যে প্রশ্নগুলো আসে তা আরও গভীরে গিয়ে দেখতে হবে। কারণ আগামীতে তারা হয়তো লেবার ইস্যু নিয়ে আরও প্রশ্ন তুলতে পারে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমরা অব্যাহত আলোচনা চালিয়ে যেতে বলেছি। সেখানে আমাদের জিএসপি সুবিধাগুলো আছে, তা কিছুটা কার্টেল হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছি।’ সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সম্প্রতি সম্পন্ন নিরাপত্তা সংলাপের ফলাফল নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর