শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

২৬ বিলিয়ন ডলার হাওয়া

প্রতিদিন ডেস্ক

২৬ বিলিয়ন ডলার হাওয়া

শুধু নামের মিলের কারণে মুহূর্তেই নিজের প্রতিষ্ঠান আলিবাবার শেয়ারের ২৬ বিলিয়ন ডলার খুইয়েছেন এশিয়া ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জ্যাক মা। নামে পারিবারিক উপাধি ‘মা’ আছে, চীনে এমন এক ব্যক্তিকে আটকের এক বাক্যের একটি খবরে এমন হুলুস্থূলকাণ্ড ঘটেছে। সূত্র : ফোর্বস।

চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মা। হংকং শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির শেয়ারে গত মঙ্গলবার প্রায় ৯ দশমিক ৪ শতাংশ ধস নামে। জাতীয় নিরাপত্তা ইস্যুতে চীনের হাংঝউ শহরে এক ব্যক্তিকে আটকের সংবাদ প্রকাশ করে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। ওই ব্যক্তির নামের বংশগত পদবি ‘মা’। আর ওই শহরেই আলিবাবার সদর দফতর অবস্থিত, যার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মা। ‘মা’ নামের এই ব্যক্তির আটকে আলিবাবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মা আটক হয়েছেন, এমন আশঙ্কা ও সন্দেহে ই-কমার্স জায়ান্টের শেয়ারে ব্যাপক ধস নামে। সাম্প্রতিক সময়ে চীনের কমিউনিস্ট সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে জ্যাক মার। তাই এমন খবরে সন্দেহ আরও ঘনীভূত হয়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, ‘বিচ্ছিন্নতাবাদ’ ও ‘রাষ্ট্রীয় ক্ষমতা ধ্বংসে উসকানি’ দিতে বিদেশি চীনা বিরোধী শত্রুদের গোপনে সহায়তা করেছেন এমন সন্দেহে গত ২৫ এপ্রিল সন্দেহভাজনকে ‘বাধ্যতামূলক ব্যবস্থার (আটক)’ আওতায় আনা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর