রবিবার, ৮ মে, ২০২২ ০০:০০ টা

ড. মোশাররফের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

কুমিল্লা প্রতিনিধি

ড. মোশাররফের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

ছাত্রলীগ ও যুবলীগ সদস্যরা বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের দাউদকান্দির বাড়িতে ইটপাটকেল ছুড়েছেন বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।  তিনি জানান, গতকাল সকাল ১০টার সময় ড. মোশাররফ তার বাড়িতে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বের হন। বাড়ির ১০০ গজ সামনে যেতেই উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম, আলামিন সরকার ও যুবলীগের ইয়াকুবের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের লোকেরা ইটপাটকেল ছুড়তে থাকে। তখন আমরা বাড়িতে গিয়ে গেট লাগিয়ে দিই। আক্রমণকারীরা গেটে লোহার রড দিয়ে পেটাতে থাকে। ভবনের ছাদে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবালসহ পুলিশ এসে স্যারকে অনুষ্ঠানে যেতে সহায়তা করেন।

এ বিষয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, তারা উদ্দেশ্যমূলকভাবে বাসার সামনে এসে বিশৃঙ্খলা করেছে। এখন শুনছি তারা হামলা করে উল্টো মামলা দেবে। দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম বলেন, যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। আমরা ড. মোশাররফকে দাউদকান্দিতে অবাঞ্ছিত ঘোষণা করে মিছিল করি। আমাদের মিছিলে তাদের হামলায় ছাত্রলীগের এক নেতার মাথা ফেটে গেছে। বিশ্বাস না হলে গৌরীপুর হাসপাতালে এসে দেখে যান। সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবাল বলেন, ড. মোশাররফ বাড়ির বাইরে আসার সময় ছাত্রলীগ ও যুবলীগের একটি মিছিল আসছিল। এ সময় সামান্য ইটপাটকেল নিক্ষেপ হয়। পরে আমি গিয়ে মোশাররফ সাহেবকে নিরাপদে তিতাসে পৌঁছে দিতে সহায়তা করি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর