রবিবার, ৮ মে, ২০২২ ০০:০০ টা

তীব্রতা বাড়ছে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপ

বন্দরে সতর্কতা সংকেত

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি গতকাল দুপুরে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ রাতে আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি কয়েকদিন সাগরে অবস্থান করে আরও ঘনীভূত হয়ে ১০ মের পর উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে। নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতর থেকে এ তথ্য জানা গেছে। নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।  নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘গতকাল দুপুর ১২টায় লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আজ রাতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর সাগরে কয়েকদিন থাকবে। আমরা এর গতিপথ পর্যবেক্ষণ করছি। এখনই সুনির্দিষ্টভাবে বলা যাবে না কখন, কোন এলাকায় আঘাত হানবে। নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি হতে পারে।’ গতকাল আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়- নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে। যে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপটি গতকাল দুপুর ১২টায় চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ৪২৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ১ হাজার ৩৪০ কিলোমিটার দক্ষিণে এবং মোংলা বন্দর থেকে ১ হাজার ৪৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। বিজ্ঞপ্তিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে। মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছিল, এ মাসে বঙ্গোপসাগরে একটি বা দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে মাসের প্রথম সপ্তাহে একটি নিম্নচাপ এবং একটি ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে। সাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে এবার নাম হবে ‘অশনি’।

এদিকে নিম্নচাপের কারণে আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এবং ঢাকা ও চট্টগ্রামের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশের অন্যত্র মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর