রবিবার, ৮ মে, ২০২২ ০০:০০ টা

ইউরোপ আমেরিকার বিপুল অস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার

প্রতিদিন ডেস্ক

আমেরিকা ও ইউরোপের দেশগুলোর পাঠানো আরও বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের খারকিভের বুগুদুখুফ ট্রেন স্টেশনের কাছে বিমান হামলায় এসব সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। সূত্র : আলজাজিরা

মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো থেকে খারকিভে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম এসে  পৌঁছার পর বিমান দিয়ে সেখানে আঘাত হানা হয়। এর ফলে এসব সমরাস্ত্র ধ্বংস হয়ে যায়। তিনি জানান, বিমান হামলার সময় ওনিক্স ক্ষেপণাস্ত্রের আঘাতে অস্ত্র ও গোলাবারুদসহ একটি হ্যাঙ্গার ধ্বংস হয়।  মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, আগের দিন শুক্রবারও রাতভর ইউক্রেনের ১৮টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ওসব স্থাপনার মধ্যে বন্দর শহর ওডেশার কাছে অবস্থিত তিনটি গোলাবারুদের গুদামও ছিল। এর আগে রাশিয়ার কর্মকর্তারা বহুবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনকে অস্ত্র দিয়ে পরিস্থিতিকে আরও সংঘাতময় করে তোলা হচ্ছে, এই প্রবণতা অকল্পনীয় পরিণতি বয়ে আনতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আরও ১০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছেন বলে ঘোষণা করা হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমেরিকা ইউক্রেনকে যে অস্ত্রের চালান দিয়ে আসছে তার অংশ হিসেবে নতুন করে ১০ কোটি ডলারের অস্ত্র দেওয়া হচ্ছে। গত শুক্রবার বাইডেন এ অস্ত্র-প্যাকেজে সই করেছেন। এর আওতায় অতিরিক্ত ট্যাংক ও কামানের  গোলাবারুদ, রাডার এবং অন্যান্য সরঞ্জাম দেওয়া হবে। নতুন অস্ত্র প্যাকেজে থাকছে ২৫ হাজার রাউন্ড ১৫৫ মি. মিটারের গোলা, কাউন্টার আর্টিলারি রাডার, ফিল্ড ইকুইপমেন্ট এবং নানা রকম যন্ত্রাংশ। পরে বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘রাশিয়ার চলমান সামরিক আগ্রাসনের মুখে নিজেদের মাতৃভূমি রক্ষার জন্য আজকে আমেরিকা ইউক্রেনের সাহসী জনগণের জন্য জোরালো সমর্থন অব্যাহত রাখছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর