সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা
মির্জা ফখরুল বললেন

সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক

সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পদত্যাগ ছাড়া বিএনপির নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না।

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির শনিবারের সভায় জাতীয় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব।  

বিএনপির নির্বাচনে যাওয়ার পূর্বশর্ত জানিয়ে মির্জা ফখরুল বলেন, প্রথম শর্ত হচ্ছে, তাদের পদত্যাগ করতে হবে এবং একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারা নির্বাচন পরিচালনার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করবে জনগণের মতামতের ভিত্তিতে। সেই নির্বাচন কমিশন যে নির্বাচন অনুষ্ঠান করবে তার মাধ্যমে একটা জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার ও পার্লামেন্ট গঠিত হবে। শনিবার আওয়ামী লীগের সভায় সরকারদলীয় নেতারা বলেছেন, বিএনপি না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বিএনপিকে নিয়েই আমরা নির্বাচন করতে চাই। ‘এর মাধ্যমে নির্বাচন নিয়ে কোনো আলোচনার দ্বার উন্মোচিত হতে যাচ্ছে কি না’- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমি মনে করি, নির্বাচন নিয়ে কোনো কথাই হবে না, যতক্ষণ না আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে। ‘দলীয় সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দলকে সভা-সমাবেশ করার সুযোগ দেওয়া হবে।’ এ বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, তারা (আওয়ামী লীগ) একটা মোনাফেক দল এবং তারা এ কথাটা বলতেই থাকে। তারা সুন্দর সুন্দর কথা বলে- দেখলে মনে হয় যে এদের মতো ভালো মানুষ আর নাই। আর ভিতরে ভিতরে যা করার তা করে যাবে। দাউদকান্দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসায় হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে দাউকান্দিতে তার বাসভবনে গিয়েছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর তিতাসে তার একটি নিমন্ত্রণ ছিল, সেই নিমন্ত্রণ রক্ষার জন্য যখন বের হন, তখন অতর্কিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা লাঠিসোঁটা, ইট-পাটকেল ছুড়ে হামলা করে। আক্রমণটা এত তীব্র ছিল যে, কর্মীরা ড. মোশাররফ হোসেনকে তাদের বাসায় তুলে দেন এবং গেট বন্ধ করে দেন। তারপরও সন্ত্রাসীরা বৃষ্টির মতো ইট ছুড়তে থাকে, পাথর ছুড়তে থাকে। ড. খন্দকার মোশাররফ হোসেনের ওপরে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান বিএনপি মহাসচিব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর