সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা

যশোরে পত্রিকার বার্তা সম্পাদককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পত্রিকার বার্তা সম্পাদককে কুপিয়ে জখম

যশোরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় দৈনিক লোকসমাজ-এর বার্তা সম্পাদক ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শিকদার খালিদ। শুক্রবার রাতে যশোর শহরতলির বিরামপুর কালীতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

শিকদার খালিদ জানান, বিরামপুর কালীতলা এলাকার লিটন ওরফে হাঁস লিটন বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। তাদের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাতে হাঁস লিটন জরুরি কথা আছে বলে তাকে তার (হাঁস লিটনের) বাড়িতে যাওয়ার জন্য ফোন করে। তিনি সেখানে গেলে তাকে বাড়ির ছাদে নিয়ে হাঁস লিটন ও তার সহযোগী তৌহিদ তার ওপর আচমকা আক্রমণ করে। হাঁস লিটন ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে আর তৌহিদ লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ সময় হাঁস লিটনের স্ত্রী জাহানারা ও তৌহিদ তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়। খালিদ বলেন, তার ওপর হামলার ঘটনায় তিনজনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় হাঁস লিটন, তার স্ত্রী জাহানারা ও সহযোগী তৌহিদকে অভিযুক্ত করা হয়েছে। যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য হাঁস লিটনের ছেলে, মেয়ে, জামাই, ভাইসহ পাঁচজনকে থানায় আনা হয়। কিন্তু এ ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়। হামলায় জড়িত মূল অভিযুক্তদের আটকের চেষ্টা করা হচ্ছে। এদিকে সাংবাদিক খালিদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এস এম তৌহিদুর রহমান। এক বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে সাংবাদিক খালিদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর