মঙ্গলবার, ১০ মে, ২০২২ ০০:০০ টা
স্থায়ী কমিটির বৈঠক

বিরোধী মতের দলগুলোর সঙ্গে বসবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে বিরোধী মতের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৃহত্তর ঐক্য, জাতীয় নির্বাচনসহ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভোজ্য তেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে। এসব বিষয় নিয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে দলীয় হাইকমান্ড থেকে। বিশেষ করে তেলের দাম বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশ বা বিক্ষোভের মতো কর্মসূচি ঘোষণা করা হতে পারে। গত রাতে অনুষ্ঠিত বিএনপি স্থায়ী কমিটির ভার্চুয়ালি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা অব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ অংশ নেন। জানা গেছে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রক্রিয়া হিসেবে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগিরই এ আলোচনার তারিখ নির্ধারণ করা হবে। এ ছাড়া আগামী জাতীয় নির্বাচন সারা দেশে ইভিএমে করার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যও আলোচনায় স্থান পায়। তবে এ সরকারের অধীনে বিএনপি কোনো ধরনের নির্বাচনে অংশ না নেওয়ার দলীয় সিদ্ধান্ত বহাল থাকায় ইভিএম নিয়ে আলোচনা দীর্ঘায়িত না করার বিষয়ে মত দেন বেশির ভাগ সদস্য। বৈঠকে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের ওপর সরকারি দলের কর্মীদের সশস্ত্র হামলাসহ তাঁকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

সর্বশেষ খবর