বুধবার, ১১ মে, ২০২২ ০০:০০ টা

শ্রীলঙ্কার পরিস্থিতি এখানেও হতে পারে

নিজস্ব প্রতিবেদক

শ্রীলঙ্কার পরিস্থিতি এখানেও হতে পারে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সরকারের উদ্দেশে বলেছেন, চালাকি ছাড়েন, কারচুপি বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটেন। অন্যথায় দেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে। সেখানে যা ঘটছে তেমন কাহিনি এখানেও হতে পারে। সুতরাং সাবধান, সাবধান হয়ে যান। তিনি গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ তরিকতে ইসলাম ঐক্যজোট আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। বাংলাদেশ তরিকতে ইসলাম ঐক্যজোট এবং পীর মাশায়েখ ঐক্য পরিষদের সমন্বয়ক শাহ সুফি শামসুল আলম চিশ্তীর সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদের মহাসচিব পীর শাহ সুফি আল্লামা হানিফ নূরী। এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, বাউল গায়ক আরিফ দেওয়ান, সৈয়দা জাহিদা সুলতানা রতনা প্রমুখ এতে বক্তব্য রাখেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে বাংলাদেশের অবস্থা খুব খারাপ। আজকের পত্রিকায় এসেছে- দেবপ্রিয় ভট্টাচার্য্য বলেছেন, ২৫ সাল থেকে ঠেলা সামলাতে পারবেন না। শান্তির দ্বীপ ছিল শ্রীলঙ্কা। শিক্ষিত মানুষ, শান্তির দেশ কী হয়েছে। আগুন জ্বলছে, গণহারে দারিদ্র্য বাড়ছে। আমরা সেদিকে যাব না তো? আমাদের সবার উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তিনি আরও বলেন, আমাদের উচিত আল্লাহকে বলা আমাকে সঠিক পথ দেখাও।

গান গাওয়াকে কেন্দ্র করে সুফিবাদী গায়ক সৈয়দ গোলাম মইনুদ্দিন টিপুকে থানায় ডেকে মারধর ও গ্রেফতারের নিন্দা জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ইসলাম গু ামি করার অবকাশ দেয়নি। ফারুককে দারোগাগিরি করার অনুমতি দেওয়া হয়েছে- গু ামির সরদারি করতে নয়। কে কী করেছে এটার বিচার করবেন আল্লাহ। আমি আপনি না। আমি আপনি কেবল শুনব, যুক্তিতর্ক দিব। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আরও বলেন, কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবিতার বই। কোরআনকে বহুবার নোবেল প্রাইজটা দেওয়া উচিত ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর