বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ ০০:০০ টা
মোস্তফা মহসীন মন্টু

বাজারে যাওয়া মানুষ কান্না করে বাসায় ফেরে

নিজস্ব প্রতিবেদক

বাজারে যাওয়া মানুষ কান্না করে বাসায় ফেরে

গণফোরাম (একাংশ) সভাপতি মোস্তফা মহসীন মন্টু বলেছেন, হাসিমুখে বাজারে যাওয়া মানুষ এখন কাঁদতে কাঁদতে ঘরে ফিরে আসে। এর দায়ভার সরকার কিছুতেই এড়াতে পারবে না। তিনি বলেন, বাজারব্যবস্থা জনগণকে জিম্মি করে অসহায় করে রেখেছে। মোস্তফা মহসীন মন্টু গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের চরম ব্যর্থতা, গণতন্ত্রহীন ও সর্বগ্রাসী নৈরাজ্য’ শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। গণফোরাম ও বাংলাদেশ পিপলস্ পার্টি ঢাকা মহানগরী মানবন্ধনের যৌথ আয়োজক। পিপলস্ পার্টি ঢাকা মহানগরী নেতা আতিকুর রহমানের সভাপতিত্বে ও গণফোরাম ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. রওশন ইয়াজদানীর সঞ্চালনায় আরও বক্তৃতা করেন পিপলস্ পার্টির চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী, গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহসীন রশিদ, আইয়ুব খান ফারুক, মুহাম্মদ উল্লাহ মধু। পরে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়ে হাই কোর্ট মোড় ঘুরে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিল স্লোগানে স্লোগানে মুখর ছিল। মোস্তফা মহসীন মন্টু আরও বলেন, জনগণ দুর্ভোগ ও ভোগান্তি থেকে মুক্তি চায়। তিনি বলেন, মন্ত্রীরা জনগণের কথা শোনেন না। যারা মা ও মাটি বোঝে না, তার পদধ্বনি শোনে না তাদের পতন অনিবার্য। বাংলাদেশ ব্যাংকসহ প্রায় সব ব্যাংকই লুটপাটের শিকার হয়েছে। কই একটা চোরও তো সরকার ধরল না! চোরদের আপনারা অবসর দেন। চোরের আবার অবসর কীসের? চোরকে তো জেলে যেতে হয়। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করব। সেই নির্বাচনে এই প্রধানমন্ত্রীর কোনো হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না।

 

সর্বশেষ খবর