বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ ০০:০০ টা

৩২ মাস পর জামিনে মুক্ত সম্রাট

নিজস্ব প্রতিবেদক

৩২ মাস পর জামিনে মুক্ত সম্রাট

অবশেষে ৩২ মাস পর জামিনে মুক্ত হলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। গতকাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিনের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে বিকালে মুক্ত হন সম্রাট। এর পরপরই বেলা ৪টা ২৫ মিনিটে বিএসএমএমইউর করোনারি কেয়ার ইউনিটের সামনে তার পাহারায় থাকা কারারক্ষী সরিয়ে নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাহাবুবুল ইসলাম। বিএসএমএমইউর মেডিকেল অফিসার ডা. এনায়েতুল্লাহ তুষার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘তার (সম্রাট) শারীরিক অবস্থা মাঝেমধ্যেই বেশ খারাপ হয়ে যায়। গত রাতেও হঠাৎ করে প্রেশার অতিরিক্ত বেড়ে গিয়েছিল। বিশেষ করে ১৯৯৮ সালে তার হার্টের ভাল্ব পরিবর্তন করা হয়। জামিনে মুক্ত হলেও বিএসএমএমইউতেই চিকিৎসা নেবেন সম্রাট। বৃহস্পতিবার (আজ) তার স্বাস্থ্য পরীক্ষা শেষে চূড়ান্ত মন্তব্য করবে বিশেষজ্ঞ বোর্ড।’

জেলার মাহবুব বলেন, সব আনুষ্ঠানিকতা শেষে বিকাল সাড়ে ৪টার দিকে সম্রাটকে মুক্তি দেওয়া হয়। মুক্তির আদেশ পেয়েই সিসিইউ থেকে কারারক্ষী সরিয়ে নেওয়া হয়। গতকাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন আবেদন মঞ্জুর করে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর আগে ১০ এপ্রিল অস্ত্র মামলায় ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফায়সাল আতিক বিন কাদের এবং অর্থ পাচার মামলায় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জামিন মঞ্জুর করেন। পরদিন ১১ এপ্রিল ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় রমনা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তার জামিন মঞ্জুর করেন। দুদকের মামলার অভিযোগ থেকে জানা যায়, ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র‌্যাব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর