বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ ০০:০০ টা

রাষ্ট্রদ্রোহ আইন স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

ভারতের সুপ্রিম কোর্ট গতকাল ঐতিহাসিক এক রায়ে ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহিতা আইন স্থগিত করেছে। প্রধান বিচারপতি এন ভি রামান্না ঘোষিত রায়ে বলা হয়, ‘কারোর বিরুদ্ধে এ আইন প্রয়োগ করা যাবে না যতক্ষণ না ভারত সরকার তাদের মতামত আদালতে লিখিতভাবে জানাবেন। সব রাজ্য সরকারকেও এ আইনের প্রয়োগ স্থগিত রাখতে বলা হলো।’ রায়ে এও বলা হয়েছে, ‘যাঁরা এ আইনের বলে জেলে আটক রয়েছেন তাঁরা চাইলে জামিনের আবেদন করতে পারেন।’ জনস্বার্থ মামলার আইনজীবী সাবেক কংগ্রেস মন্ত্রী কপিল সিবাল আদালতে জানান, রাষ্ট্রদ্রোহিতা আইনে ভারতের জেলে ১ হাজার ৮০০ মানুষ আটক রয়েছেন। এঁদের বিরুদ্ধে ৮০০ মামলা রয়েছে। তিনি এও জানান, এ আইনের অপব্যবহার করা হয়েছে। ভারত সরকারের অ্যাটর্নি জেনারেল বলেন, ‘যাঁরা হিন্দুশাস্ত্র হনুমান চালিসা পাঠ করেছেন তাঁদের বিরুদ্ধেও এ আইন প্রয়োগ করা হয়েছে।’ ওই পাঠের মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হচ্ছিল বলে অভিযোগ। প্রধান বিচারপতি জানিয়েছেন, ভবিষ্যতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দায়ের করতে হলে তা করতে হবে পুলিশ সুপারিনটেনডেন্ট স্তরের অফিসারকে। তাঁর নিচের স্তরের কোনো অফিসার নয়। প্রথমে ভারত সরকার এ রাষ্ট্রদ্রোহিতা আইনের সমর্থন করে বক্তব্য রাখে। কিন্তু পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে ভারত সরকার মত বদলিয়ে আদালতকে জানায়, ভারত সরকার আইনটি পর্যালোচনা করতে প্রস্তুত।

সর্বশেষ খবর