শুক্রবার, ১৩ মে, ২০২২ ০০:০০ টা

পুলিশি বাধায় পণ্ড সিপিবির মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির পূর্ব ঘোষিত বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি। ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল দুপুরে দলটি মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে গুলিস্তান জিরো পয়েন্টের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন সিপিবির নেতা-কর্মীরা। এ সময় দলটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষসহ দলের অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতারা অভিযোগ করেন, বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের স্বার্থে তেলের দাম বাড়িয়েছেন। তাই তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সরকার ভোটের অধিকার কেড়ে নিয়ে গায়ের জোরে দেশ চালাচ্ছে বলেও অভিযোগ করেন কমিউনিস্ট পার্টির নেতারা। তারা ভোজ্য তেল নিয়ে কারসাজি সৃষ্টিকারী মজুদদার সিন্ডিকেট ব্যবসায়ীদের শাস্তি, বাণিজ্যমন্ত্রীকে অপসারণ, ভোজ্য তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, রাষ্ট্রীয় উদ্যোগে তেলসহ নিত্যপণ্যের মজুদ গড়ে তোলা, সারা দেশে টিসিবির দোকান-গাড়ির সংখ্যা বৃদ্ধি, ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়ানো ও তেলসহ জরুরি পণ্যের সুষম বণ্টন নিশ্চিত করা, সারা দেশে রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন অব্যাহত থাকবে বলে জানানো হয়। এর আগে পুরানা পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে সিপিবি।

সর্বশেষ খবর