শুক্রবার, ১৩ মে, ২০২২ ০০:০০ টা

বেসরকারিভাবে হজে খরচ সর্বনিম্ন ৪ লাখ ৬৩ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা। এর বাইরে পশু কোরবানি বাবদ আলাদা খরচ হবে ১৯ হাজার ৬৮৩ টাকা। হজযাত্রীদের প্যাকেজের পুরো টাকা আগামী ১৮ মে বুধবারের মধ্যে সংশ্লিষ্ট হজ এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে।

গতকাল রাজধানীতে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সংবাদ সম্মেলনে হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন। আগের দিন বুধবার সরকারি ব্যবস্থাপনায় হজে খরচের দুটি প্যাকেজ ঘোষণা করে সরকার। সরকারি প্যাকেজ-১ এ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২ এ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা খরচ ধরা হয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যাবেন।

হজ যাত্রীদের নিবন্ধন চলবে মাত্র তিন দিন (১৬, ১৭ ও ১৮ মে।) ধর্মবিষয়ক মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ খবর