শুক্রবার, ১৩ মে, ২০২২ ০০:০০ টা
খুনোখুনি

কুষ্টিয়ায় হাত পায়ের রগ কেটে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে জাসদ জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালামকে (৩৫) সন্ত্রাসীরা হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে। এ সময় সন্ত্রাসীরা সালামের সহযোগী মামুনকেও ছুরিকাঘাত করে। বুধবার রাত ১১টার দিকে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বয়ান মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মাহবুব খান দৌলতপুর উপজেলার আমদহ গ্রামের আলাউদ্দিনের ছেলে।  ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত মামুন জানান, উপজেলা জাসদ জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম, মামুন ও আরও একজন ভ্যানযোগে আল্লারদর্গা বয়ান মোড়ে পৌঁছলে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা সালামের হাত-পায়ের রগ কেটে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয়রা সালামকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ২০ মিনিটের দিকে সালাম মারা যান।

এদিকে এ ঘটনার জের ধরে গতকাল সকাল ৮টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী আমদহ গ্রামের গকুলসহ কয়েকজনের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে। দুপুরে হাসপাতালে নিহত সালামের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত মাহাবুব খান দৌলতপুর উপজেলার কল্যাণপুর চরদিয়াড় গ্রামের কথিত তাছের পীরের দরবার শরিফের ভক্ত রাশেদ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ছিলেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাশেদ হত্যাকান্ড নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকা  ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে। এদিকে জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন এক বিবৃতিতে নিহত সালামের প্রতি গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা অবিলম্বে সালামের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

সর্বশেষ খবর