শনিবার, ১৪ মে, ২০২২ ০০:০০ টা

মনে হয়েছে বঙ্গবন্ধু কলকাতায় ঘুরে বেড়াচ্ছেন

কূটনৈতিক প্রতিবেদক

মনে হয়েছে বঙ্গবন্ধু কলকাতায় ঘুরে বেড়াচ্ছেন

গৌতম ঘোষ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কলকাতা জীবনকে উপজীব্য করে ‘কলকাতায় বঙ্গবন্ধু’ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করছেন ভারতের স্বনামধন্য চিত্রপরিচালক গৌতম ঘোষ। ইতোমধ্যে নির্মাণকাজ শুরু হওয়া তথ্যচিত্রটি হবে প্রায় ৩০ মিনিটের। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ফ্রেন্ডস অব বাংলাদেশ (ভারত চ্যাপ্টার)-এর যৌথ উদ্যোগে তৈরি হতে যাওয়া এই তথ্যচিত্রটির কলকাতা এবং বাংলাদেশে শুটিং শেষে আগামী জুনে নির্মাণ শেষ করা হবে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে পরিচালক গৌতম ঘোষ বলেন, এটি আমার ব্যক্তিগত আবেগের জায়গা। আমি যখন ২২ বছরের যুবক, তখন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধু এসেছিলেন এবং আমরা সবাই তখন তাঁর ভাষণ শুনতে গিয়েছিলাম। পরে এখন যখন আমি ক্যামেরা চালিয়েছি তখন মনে হয়েছে বঙ্গবন্ধু ঘুরে বেড়াচ্ছেন। পুরো তথ্যচিত্রই বঙ্গবন্ধুর ওপর উল্লেখ করে গৌতম ঘোষ বলেন, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব। বঙ্গবন্ধুর জীবনের ব্যাপ্তি এত বড় যে, কলকাতার পর্বটি দেখলেই বোঝা যাবে তাঁর সাহসিকতা। আরও বঙ্গবন্ধুর জীবনে কলকাতা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জানিয়ে তিনি বলেন, চিকিৎসা, অধ্যয়ন বা রাজনীতির কারণে তিনি অসংখ্যবার কলকাতায় গিয়েছিলেন। ওই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ৯৮ বছর বয়সী নিহাদ চক্রবর্তী নামে একজনের সঙ্গে আলাপ করেছি। তিনি আমাকে জানিয়েছেন, বঙ্গবন্ধু কী পরিমাণ সাহসী একজন ব্যক্তি ছিলেন। গৌতম ঘোষ বলেন, বঙ্গবন্ধু যখন বেকার হোস্টেলে ছিলেন সেই ১৯৪০-এর দশকে শেখ মুজিবুর রহমান তখনো বঙ্গবন্ধু হয়ে ওঠেননি। ওই সময়ের কোনো অডিও, ভিডিও বা ছবি নেই। ফলে এই প্রামাণ্যচিত্র নির্মাণের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ ছিল। আবার কলকাতায় অবস্থানকালে নিয়মিত সোহরাওয়ার্দীর বাসায় যেতেন বঙ্গবন্ধু। আমি যখন ওই বাসার খোঁজ করলাম, সেটি আর খুঁজে পাইনি, যা ২০ বছর আগেও ছিল। তবে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখনীকে উপজীব্য করে এর চিত্রনাট্য তৈরি হয়েছে। এর সঙ্গে আরও বিভিন্ন লেখা ও বই থেকে উপাদান সংগ্রহ করা হয়েছে। এই প্রামাণ্যচিত্রে ইংরেজি সাব-টাইটেল থাকবে এবং পরে ইংরেজি ভার্সন হতে পারে বলেও জানান গৌতম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, গত ১৯ মার্চ এই তথ্যচিত্র নির্মাণসংক্রান্ত একটি সমঝোতা স্মারক কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে স্বাক্ষরিত হয়। গত ৪ এপ্রিল বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কলকাতার মওলানা আজাদ কলেজ (যেটি পূর্বে ইসলামিয়া কলেজ নামে পরিচিত ছিল) সেখানে এই তথ্যচিত্র নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়। পরিচালক গৌতম ঘোষ আগামী এক সপ্তাহ ঢাকা এবং টুঙ্গিপাড়ার বিভিন্ন জায়গায় ঘুরে এই তথ্যচিত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় শুটিং সম্পাদন করবেন। এ কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকারও তিনি নেবেন। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এই উদ্যোগ গ্রহণের জন্য, কলকাতাস্থ বাংলাদেশ মিশন, ফ্রেন্ডস অব বাংলাদেশ (ভারত চ্যাপ্টার)-এর সভাপতি ও পরিচালক গৌতম ঘোষ, সহসভাপতি সত্যম রায় চৌধুরী, ফ্রেন্ডস অব বাংলাদেশ (বাংলাদেশ চ্যাপ্টার)-এর মুখ্য সমন্বয়ক মেজর (অব.) এ এস এম শামসুল আরেফিন, তিনজন স্ক্রিপ্ট রাইটার (ভারতের দীপঙ্কর চক্রবর্তী ও তাপশ্রী গুপ্ত এবং বাংলাদেশের সোহেল আহমেদ সিদ্দিকী) ও কলকাতার স্বপন চক্রবর্তীকে ধন্যবাদ জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম, মেজর (অব.) শামসুল আরেফিন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর