শনিবার, ১৪ মে, ২০২২ ০০:০০ টা

আন্দোলনের রূপরেখা খুব শিগগির

নিজস্ব প্রতিবেদক

আন্দোলনের রূপরেখা খুব শিগগির

সরকারের পদত্যাগসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাব না। এমনকি যেনতেনভাবে নির্বাচন করতেও দেব না। আওয়ামী লীগের উদ্দেশে গয়েশ্বর বলেন, আপনারা গণতন্ত্র ফিরিয়ে দিন। শ্রীলঙ্কার মতো দেশের মানুষ আপনাদের মারধর করবে না, বাড়িতে আগুন দেবে না; ১০০ ভাগ গ্যারান্টি দিলাম। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘গ্রহণযোগ্য নির্বাচন-সংকটের একমাত্র সমাধান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশ এ সভার আয়োজন করে।

আয়োজক সংগঠনের সভাপতি আবদুল করিম আব্বাসীর সভাপতিত্বে আলোচনা সভায় দলটির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের এহসানুল হুদা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, এলডিপির নেতা ও সাবেক এমপি আবদুল গণি, চাষী এনামুল হক, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ বক্তব্য রাখেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আমাদের নেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর বেশ কয়েকবার বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়েছিলেন। এরকম শিষ্টাচার আওয়ামী লীগের নেই। তাই ক্ষমতাচ্যুত হলে আওয়ামী লীগের নেতাদের বিএনপিকে ভয় পাওয়ার কিছু নেই। আন্দোলন চলমান আছে জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আন্দোলনের ডাক দেওয়ার কিছু নেই। আন্দোলন চলমান আছে। সরকারের পতনের দাবিতে সভা-সমাবেশ সবকিছুই এ আন্দোলনের অংশ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর