শনিবার, ১৪ মে, ২০২২ ০০:০০ টা

টেস্ট দলে যোগ দিচ্ছেন সাকিব

ক্রীড়া ডেস্ক

টেস্ট দলে যোগ দিচ্ছেন সাকিব

যুক্তরাষ্ট্র থেকে মঙ্গলবার ঢাকায় ফিরে দুবার করোনা পরীক্ষা করেন সাকিব আল হাসান। দুবারই পজিটিভ হন। ফলে ছিটকে পড়েন ১৫-১৯ মে চট্টগ্রাম টেস্ট থেকে। গতকাল নিজ উদ্যেগে ফের পরীক্ষা করেন করোনার। এবার নেগেটিভ হন। এরপর বিসিবিও তার করোনা পরীক্ষা করে। সেখানেও নেগেটিভ হন। আগামীকাল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথমটি শুরু। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবের খেলার ক্ষীণ সম্ভাবনা জেগেছে। বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো তেমনই ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে এটাও জানিয়েছেন, ‘ফিট সাকিবকেই চান টেস্টে, যে কেউই সম্পূর্ণ ফিট সাকিবকে দলে পেতে চাইবে। কিন্তু ৫০ বা ৬০ ভাগ ফিট একজন খেলোয়াড়কে টেস্ট খেলানো কঠিন। পারফর্ম করাতে একজন খেলোয়াড়কে পুরোপুরি ফিট হতে হবে।’ টাইগারদের হয়ে সাকিব সর্বশেষ টেস্ট খেলেন গত বছরের ডিসেম্বরে, পাকিস্তানের বিপক্ষে মিরপুরে। ৫৯ টেস্টে তার রান ৪০২৯ এবং উইকেট ২১৫টি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর