রবিবার, ১৫ মে, ২০২২ ০০:০০ টা

বিপ্লবের হঠাৎ পদত্যাগ ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা

কলকাতা প্রতিনিধি

বিপ্লবের হঠাৎ পদত্যাগ ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা

ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন বিপ্লব দেব। তিনি গতকাল বিকালে রাজ্যটির রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে পদত্যাগপত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভুপেন্দ্র যাদব ও বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে। সন্ধ্যায় বিজেপির পরিষদীয় দলের বৈঠকে রাজ্য বিজেপির প্রেসিডেন্ট মানিক সাহাকে নতুন মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৮ সালে বাম সরকারের অবসান ঘটিয়ে ত্রিপুরাতে ক্ষমতায় আসে বিজেপি এবং সেই সরকারের মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব।     ২০২৩ সালে এই রাজ্যটিতে বিধানসভার নির্বাচন। সেক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিলেন বিপ্লব। তার পদত্যাগ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এ ব্যাপারে বিপ্লব জানান, দল চায় সংগঠনকে আরও মজবুত করার কাজে তাকে যুক্ত করতে, আর সেই কারণেই মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা। তিনি বলেন, ‘সবার উপরে দল। সামনে ২০২৩ সালে নির্বাচন আছে, দল এখন চাইছে যে সংগঠনে দায়িত্ববান সংগঠকদের নিয়ে আসা। কারণ সংগঠন থাকলে তবেই সরকার হবে।’ গণমাধ্যমকে বলতে গিয়ে তিনি আরও যোগ করেন, ‘সবকিছুরই একটা টাইম ফ্রেম আছে। আমাদের সবাইকেই তার মধ্যে থেকে কাজ করতে হয়। যেখানেই আমাকে পাঠানো হোক না কেন- মুখ্যমন্ত্রী বা অন্য কোনো পদ- বিপ্লব দেব সব জায়গাতেই উপযুক্ত।’ তবে, একটি পক্ষ বলছে বিজেপির মধ্যে দলীয় কোন্দলের কারণেই বিপ্লব দেবের এই পদত্যাগ। গত বৃহস্পতিবারই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দলের সর্বভারতীয় সভাপতি জয়প্রকাশ নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন বিপ্লব দেব।  সেখানেই উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটিতে দলের সংগঠন বিস্তারে বিপ্লবকে কাজে লাগানো হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। আর গতকাল আচমকাই তার এই পদত্যাগ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর