রবিবার, ১৫ মে, ২০২২ ০০:০০ টা

শ্রমিকদের পুরো পাওনা দেওয়া হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

শ্রমিকদের পুরো পাওনা দেওয়া হচ্ছে না

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি শ্রমিকদের পুরো পাওনা দেওয়া হচ্ছে না। রেশনিংয়ের মধ্যে কল্যাণ আছে কিন্তু তা শ্রমিক পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা রয়েছে। আমাদের দেশে কোনো বিষয় যত বেশি প্রসারিত তত বেশি ছিদ্র। রেশনিং ব্যবস্থা প্রসারিত হলেও সেখানে ছিদ্র দেখা দিতে পারে। সরকার কোটি টাকা প্রণোদনা দিয়েছে, সেখানে ধাপ ঘুরে শ্রমিক পর্যন্ত কতটুকু পৌঁছেছে তা নিয়ে আমাদের সন্দেহ আছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাংলাদেশে টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশন আয়োজিত বৈঠকে বিকেএমইএ-এর কার্যকরী সভাপতি মো. হাতেম, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পরিচালক ড. গোলাম মোয়াজ্জেম ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

শ্রমিক নেতারা বলেন, একজন জেলখানার কয়েদির চেয়ে শ্রমিকরা কম খাবার খেয়ে জীবন ধারণ করে। মজুরি কম থাকায় শ্রমিক পরিবারগুলো দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করছে। যার কারণে শ্রমিক পরিবারে সুখ-শান্তি দিন দিন কমছে। বিবাহবিচ্ছেদ বাড়ছে। দেশের অর্থনীতির মেরুদণ্ড শক্ত রাখতে অগ্রণী ভূমিকা রাখা শ্রমিকদের জন্য শ্রমিক বাজেট ঘোষণা, রেশনকার্ডের মাধ্যমে কম মূল্যে নিত্যপণ্য সরবরাহ, স্বল্প ও দীর্ঘমেয়াদি কিস্তিতে স্থায়ী আবাসনের ব্যবস্থাসহ সাত দফা দাবি উপস্থাপন করা হয় বৈঠকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর