রবিবার, ১৫ মে, ২০২২ ০০:০০ টা

দুই কলেজ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ঢাকা কলেজ ও ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১১টায় সায়েন্সল্যাব মোড়ে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এরপর পুলিশ ও কলেজ শিক্ষকদের চেষ্টায় নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে চলে যায়। এরপর রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। 

পুলিশ বলছে, ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক ও ঢাকা আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্রদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম জানান, দুই কলেজের এইচএসসি শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছিল। তাদের মধ্যে মাঝেমধ্যেই ছোটোখাটো বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। আজও (শনিবার) আগের কোনো ইস্যু নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের বুঝিয়ে যার যার ক্যাম্পাসে ফেরত পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর