সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

কাউন্সিলর প্রার্থীর ভাইসহ দুজনের হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষ

ঝিনাইদহে মেয়র প্রার্থীর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান আলমগীরের ছোট ভাই মাহফুজুর রহমান ইপিআর (৪৮) ও তার সঙ্গে থাকা মনিরুজ্জামান আসলাম (৫০)-এর ওপর অতর্কিত হামলা চালিয়ে দুজনের হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থীসহ তার লোকজন। তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ঝিনাইদহ নাগরিক ঐক্যের মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার হিজলের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান কিংশুক বিপণিতে ইটপাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকালে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। বর্তমানে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। আহত মাহফুজুর রহমার ইপিআর জানান, গতকাল বিকালে শহরের জামে মসজিদের সামনে তার বন্ধু মনিরুজ্জামান  আসলামের ব্যবসা প্রতিষ্ঠান রিয়াদ কটন শপে বসে গল্প করছিলাম। এ সময় তার ভাই মোস্তাফিজুর রহমান আলমগীরের প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আবু বক্কর ও তার ছেলে তুষার পারভেজের নেতৃত্বে অজ্ঞাত ১৫/২০জন সংঘবদ্ধ হয়ে লোহার রড, হাতুড়ি ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাদের দুজনের হাত ভেঙে দিয়ে চলে যায়। এরপর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার হিজল জানান, প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থীর লোকজন গতকাল বিকালে নৌকার মিছিল নিয়ে এসে বাড়ি, গাড়ি ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালায়। সে সময় তারা ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স ভেঙে ৫০ লাখ টাকা নিয়ে চলে যায়। এ ব্যাপারে নৌকা মনোনীত প্রার্থী আবদুল খালেক জানান, এটা নির্বাচনী কৌশল হতে পারে। তারা নিজেরাই এসব ঘটনা ঘটিয়ে জনসমর্থন আদায়ের চেষ্টা করছে। এটা করে কোনো লাভ হবে না। নৌকার জয় সুনিশ্চিত। তবে যেহেতু তারা অভিযোগ করছেন সেহেতু বিষয়টি সম্পর্কে আমি খোঁজ নিয়ে দেখছি, আমার লোকেরা করেছে কিনা। পৃথক দুটি ঘটনার বিষয় নিশ্চিত করে সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে টাকা লুটের বিষয়টি তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।

উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর ধরে সীমান্ত জটিলতা মামলায় আটকিয়ে থাকা পৌর নির্বাচন হাইকোর্টের নির্দেশে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। মনোনয়ন জমা দেওয়ার আগেই হামলার ঘটনা ঘটল। আগামী ১৫ জুন নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।

সর্বশেষ খবর