মঙ্গলবার, ১৭ মে, ২০২২ ০০:০০ টা

দ্বিতীয় দিনটি বাংলাদেশের

নাঈমের ৬ উইকেট

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয় দিনটি বাংলাদেশের

টার্গেট পূরণ হয়েছে মুমিনুল বাহিনীর। চার শর নিচে শ্রীলঙ্কাকে অলআউটের পরিকল্পনা ছিল বাংলাদেশের। গতকাল চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন সফরকারীদের ৩৯৭ রানে গুটিয়ে দিয়ে সেই পরিকল্পনার শতভাগ বাস্তবায়ন করেছে। অবশ্য আলোর স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে বিনা উইকেটে ৭৬ রান তুলে দিন পার করেছে বাংলাদেশ। মাহামুদুল হাসান জয় ৩১ ও তামিম ইকবাল ৩৫ রানে ব্যাট করছেন। সব মিলিয়ে টেস্টের দ্বিতীয় দিনটি পুরোপুরি ছিল টাইগারদের। আজ তৃতীয় দিন ৩২১ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামবেন দুই অপরাজিত ব্যাটার। 

হতাশার দিন ছিল শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার অ্যাঞ্জেলি ম্যাথুজের। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতে আউট হয়েছেন ১৯৯ রানে। সাবেক অধিনায়ক আউট হয়েছেন টাইগার অফ স্পিনার নাঈম হাসানের ঘূর্ণিতে। ১৫৩ ওভারের শেষ বলে নাঈম সিঙ্গেল আটকাতে মিড অফ, মিড অন, ডিপ মিড উইকেটের ফিল্ডারের নিয়ে আসেন ৩০ মিটার সার্কেলে। সেই ফাঁদে পা দিয়ে উড়িয়ে মারতে যেয়ে শর্ট স্কয়ার লেগে সাকিবের তালুবন্দী হন ম্যাথুজ। ৩৯৭ বল স্থায়ী ইনিংসে বাউন্ডারি ছিল ১৯টি এবং ছক্কা মাত্র একটি। ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে ২৪৬২ টেস্টে ১৪ নম্বর ক্রিকেটার হিসেবে ১৯৯ রানে আউট হওয়া ক্রিকেটার। শ্রীলঙ্কার আরও দুজন ক্রিকেটার সনত জয়সুরিয়া ও কুমার সাঙ্গাকারা আউট হয়েছেন ১৯৯ রানে। ম্যাথুজের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ২০০, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে। ম্যাথুজের হতাশার দিনে আলোকিত পারফরম্যান্স ছিল স্পিনার নাঈমের। ৭ টেস্ট ক্যারিয়ারে সেরা বোলিং করেন। তার বোলিং স্পেল ৩০-৪-১০৫-৬। শুধু নাঈম নন, সাকিব আল হাসানও দারুণ বোলিং করেন। ১১৭ নম্বর ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন সাকিব। কিন্তু হয়নি। শ্রীলঙ্কার গোটা ইনিংসের ১০ উইকেটই নিয়েছেন তিন স্পিনার নাঈম, সাকিব ও তাইজুল ইসলাম। নাঈম ৬, সাকিব ৩ ও তাইজুল ১টি।

সর্বশেষ খবর