মঙ্গলবার, ১৭ মে, ২০২২ ০০:০০ টা

অস্থির ডলারের দাম টাকার মান কমানো হলো ৮০ পয়সা

নিজস্ব প্রতিবেদক

বেশ কিছুদিন ধরে ডলারের বাজারে অস্থিরতা চলছে। কোনো কোনো ব্যাংক ডলার সংকটের কারণে এলসি খুলতে পারছে না। এর মধ্যে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আবারও ৮০ পয়সা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ প্রতি ডলারের বিনিময় মূল্য ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। সপ্তাহের ব্যবধানে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংক বাজারে বাড়তে থাকা ডলারের নতুন দর নির্ধারণ করার সিদ্ধান্ত নেয়। এর আগে কেন্দ্রীয় ব্যাংক গত ৯ মে ডলারের বিনিময় মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করে। চলতি বছরের জানুয়ারি মাসে ডলারের বিনিময় মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করেছিল। ২৩ মার্চ ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা করা হয়েছিল। গত ২৭ এপ্রিল বাড়ানো হয় ২৫ পয়সা। তাতে ১ ডলারের বিনিময় মূল্য দাঁড়ায় ৮৬ টাকা ৪৫ পয়সা। যদিও খোলাবাজারে ডলারের দাম ৯৩ থেকে ৯৪ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও এরচেয়ে বেশি দামেও খোলা বাজারে বিক্রি হচ্ছে। আমদানিকারকদের ৯৬ টাকায় ডলার কিনতে হচ্ছে।

সর্বশেষ খবর