বুধবার, ১৮ মে, ২০২২ ০০:০০ টা
দলের ৫০ বছর পূর্তিতে মেনন

সমাজতন্ত্রই মানুষের মুক্তির পথ

নিজস্ব প্রতিবেদক

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, পুঁজিবাদ ইতিহাসের শেষ কথা নয়, সমাজতন্ত্রই মানুষের মুক্তির পথ। সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটেছে, সমাজতন্ত্রের বিপর্যয় ঘটেছে ঠিকই, তবে পৃথিবী আবার ঘুরে দাঁড়াচ্ছে সমাজতন্ত্রেরই পথে। গতকাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পূর্তিতে বছরব্যাপী সুবর্ণজয়ন্ত্রী উদযাপনের কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, পঁচাত্তর পরবর্তীতে দেড় দশকব্যাপী সামরিক স্বৈরাচারবিরোধী ১৫ দলের আন্দোলন, বিএনপি-জামায়াত জঙ্গিবাদ মৌলবাদ সাম্প্রদায়িকতাবিরোধী ১৪ দলের আন্দোলনের সৃষ্টি করেছে ওয়ার্কার্স পার্টি ও বামপন্থিরা। এখনো সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা মৌলবাদের বিরুদ্ধে মূল শক্তি বামপন্থিরা। ওয়ার্কার্স পার্টি আগামী ৫০ বছরে সমাজতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নেবে।

পার্টি অফিস চত্বরে সুবর্ণজয়ন্তীর মিলনমেলায় বিদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, গণতদন্ত কমিশনের রিপোর্ট ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচন হয়ে যাওয়ায় তারা আবার ফণা তুলেছে। এবার তাদের ফণা ভেঙে দিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত জাতীয় পতাকা ও পার্টি পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়। সারা দেশে পার্টির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের কর্মসূচি পালিত হয়। সুবর্ণজয়ন্তী উপলক্ষে পার্টি অফিসের রাস্তায় আলোকসজ্জা, প্রয়াত নেতাদের ছবি, বিভিন্ন স্লোগান সংবলিত দেয়াল লিখন, লাল পতাকা দিয়ে সুসজ্জিত করা হয়। সুবর্ণজয়ন্তীর মিলনমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন গণসাংস্কৃতিক মৈত্রী, গণশিল্পী সংস্থা, ভাবুক ও পার্টির অন্য শিল্পীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর