বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২ ০০:০০ টা

আলোচনার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-ওয়াশিংটন

নিজস্ব প্রতিবেদক

আলোচনার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-ওয়াশিংটন

পিটার ডি হাস

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ককে আলোচনার মাধ্যমে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলাপ হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বিকালে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত বলেন, আমরা দ্বিপক্ষীয় ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছি। গত কয়েক মাসে আমাদের বেশ কয়েকটি ডায়ালগ হয়েছে। জুনে অর্থনৈতিক বিষয়ক বড় ধরনের উচ্চ পর্যায়ের সংলাপ রয়েছে। দুই দেশের সম্পর্ককে আলোচনার ভিতর দিয়ে কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। কীভাবে এটিকে আরও কর্মযজ্ঞ বাড়িয়ে আমাদের সম্পর্ককে গভীর করা যায় সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। র‌্যাবের নিষেধাজ্ঞা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে পিটার হাস বলেন, র‌্যাবের বিষয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। আমরা কিছু বড় ইস্যু নিয়ে আলোচনা করেছি।

সর্বশেষ খবর