শিরোনাম
বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২ ০০:০০ টা

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে সব রাজনৈতিক দলকে এক কাতারে আসতে হবে। তাই আমাদের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলিকেও অনুরোধ করব-আসুন, এক কাতারে পথ চলি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদের মুক্তির দাবিতে গণতান্ত্রিক যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।  গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক আমান সোবহানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির ও অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল প্রমুখ। গয়েশ্বর বলেন, আমরা জনগণের পক্ষে দাঁড়াতে চাই। তাই আমাদের এমন কিছু করা চলবে না, যেন আমাদের মধ্যে বিভক্তি তৈরি হয়। আমাদের একটাই উদ্দেশ্য এই সরকারের পতন। সরকারের পতনের পর যদি কোনো দর কষাকষি থাকে, সেটা দেখা যাবে। আমাদের সরকার পতনের আন্দোলনে এক থাকতে হবে। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদসহ মিথ্যা মামলায় বন্দি সব রাজনৈতিক নেতাদের মুক্তি দাবি করেন।

সর্বশেষ খবর