বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২ ০০:০০ টা

আন্তর্জাতিক বাজারে দাম না কমলে কিছুই করতে পারব না

বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশে নিত্যপণ্যের দাম বাড়ার জন্য আন্তর্জাতিক বাজারকে দায়ী করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম না কমলে কিছুই করতে পারব না। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এমন মন্তব্য করেন।

বাজারে সংকট কত দিন থাকবে- এক সাংবাদিক এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, এ প্রশ্নের উত্তর নেই। এর উত্তর জানতে হলে আমার আর্জেন্টিনা-ব্রাজিলে যেতে হবে। আন্তর্জাতিক বাজারে দাম না কমা পর্যন্ত কোনোভাবেই বাজার সহনীয় হবে না। এ সময় তিনি পাশের দেশগুলোর বাজার পরিস্থিতি তুলে ধরে বলেন, আপনারা কলকাতায় খবর নিন সেখানে কত দামে তেল বিক্রি হচ্ছে, পাকিস্তানে খোঁজ নিন, দেশের মানুষকে বৈশ্বিক অবস্থা জানাতে হবে। বাজারে ডলার সংকট ও দাম বৃদ্ধি নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এটি আমার বিষয় নয়, অর্থমন্ত্রী ভালো বলতে পারবেন। তবে করোনার কারণে দুই বছর আমদানি কম ছিল। এখন মহামারি কমে যাওয়ায় ক্যাপিটাল মেশিনারিজ (শিল্পের কাঁচামাল) আমদানি বেড়েছে। এ ছাড়া ইউক্রেন যুদ্ধের কারণে বাড়তি দামে জ্বালানি ও ভোজ্য তেল আমদানি করতে হচ্ছে। সবকিছু মিলিয়েই রিজার্ভে কিছুটা চাপ পড়েছে। তিনি বলেন, দুই বছর আমদানি কম ছিল বলেই আমাদের রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলারে উঠেছে, যা নিয়ে আমরা গর্ব করছি। মহামারি না হলে রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের বেশি হতো না। এখন আমদানি বাড়ায় ওই বাড়তি রিজার্ভের ওপর কিছুটা চাপ পড়েছে। এটা সমস্যা নয় বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। এ প্রসঙ্গে টিপু মুনশি আরও বলেন, অনেকেই শ্রীলঙ্কার কথা তুলছেন। শ্রীলঙ্কায় বিপদ বলে আমাদের বিপদ তা তো নয়। আমরা বরং তাদের ঋণ দিয়েছি। আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী এটি নিয়ে সুন্দরভাবে বলেছেন আমাদের দেশে বৈশ্বিক প্রভাব পড়েছে, সাশ্রয়ী হতে হবে। ভোজ্য তেলের আমদানিনির্ভরতা কমানোর জন্য দেশে সরিষার আবাদ ও রাইস ব্র্যান (চালের কুঁড়া থেকে উৎপাদিত) তেল উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথাও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দেশে এখন রাইস ব্র্যান ৫০ থেকে ৬০ হাজার টন উৎপাদন হয়। একে ৭ লাখ টনে নিয়ে যাওয়া সম্ভব। এটি করতে পারলে ভোজ্য তেলের মোট চাহিদার ২৫ শতাংশ পূরণ করা সম্ভব হবে। তা ছাড়া সয়াবিনের চেয়ে রাইস ব্র্যান ভালো। সয়াবিন তেল শরীরের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলেও তা বাংলাদেশের জন্য পুরোপুরি প্রযোজ্য হবে না বলে জানান টিপু মুনশি। এ নিয়ে পাশের দেশটির সরকারের সঙ্গে আলোচনার বিষয় উল্লেখ করে তিনি বলেন, ভারত থেকে জি টু জি ভিত্তিতে গম আমদানি করতে পারবে বাংলাদেশ। এ ছাড়া বেসরকারি খাতের যাঁরা আমদানিকারক তাঁরাও অনুমতি নিয়ে গম আমদানির সুযোগ পাবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপনকান্তি ঘোষের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আফজাল হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরচালক এ এইচ এম সফিকুজ্জামান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা ছাড়াও বেসরকারি খাতের প্রতিনিধি।

সর্বশেষ খবর