সোমবার, ২৩ মে, ২০২২ ০০:০০ টা

সিরিজ জয়ের স্বপ্ন

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রামের উইকেট ছিল ব্যাটিং সহায়ক। দুই দলের তিন সেঞ্চুরি ও ৬ হাফসেঞ্চুরিতে ড্র হয়েছে। দুই দলের ম্যাচে তিন ইনিংস শেষ হয়নি। এমন ব্যাটিং সহায়ক উইকেটে টেস্ট ড্র হওয়াই স্বাভাবিক। হয়েছেও। চট্টগ্রাম টেস্টের ড্রয়ের মেজাজ নিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টে মুমিনুল বাহিনী পাচ্ছে না চট্টগ্রাম একাদশের দুই সদস্য বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম ও অফ স্পিনার নাঈম হাসানকে। দুজনই ব্যথা পেয়েছেন চট্টগ্রাম টেস্টে। দুজনের পরিবর্তে আজ একাদশে দেখা যেতে পারে ডান হাতি পেসার ইবাদত হোসেন চৌধুরী ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে। ইবাদত খেলবেন শরিফুলের জায়গায় এবং মোসাদ্দেককে নেওয়া হচ্ছে নাঈমের বদলে। আগের সিরিজগুলোতে একটি করে টেস্ট ড্র করলেও হেরেছে বাকিগুলো। ২০১৭ সালে নিজেদের শততম টেস্টের সিরিজটিও ড্র করেছিল। বাকিগুলো সবই হেরেছে। এবার ঘরের মাঠে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। যদিও চট্টগ্রাম টেস্ট ড্র করেছে। আজ শুরু মিরপুর টেস্টে জয়ের স্বপ্ন দেখছেন মুমিনুল, ‘আমার মনে হয়, ভালো একটা সুযোগ আছে আমাদের। চট্টগ্রাম টেস্টে কী হয়েছে সেগুলো চিন্তা না করে, এখন  আমাদের নতুন করে শুরু করতে হবে। কারণ আগেও অনেক সময় (প্রথম টেস্ট ড্র করে পরের ম্যাচগুলো হেরে গেছি...) ওই জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করছি। ঢাকা (মিরপুর) টেস্টে যদি দল হিসেবে খেলতে পারি, তাহলে ফল আমাদের পক্ষে আসবে।’ চট্টগ্রামের উইকেট রান সহায়ক। সেখানে ফল পাওয়া কঠিন। কিন্তু মিরপুরের উইকেটে স্পিনারদের সহায়তা বেশি থাকে, তাই ফলাফলও হয়। এখানে ২২ টেস্টের ১৯ টিতেই ফল হয়েছে। ড্র হয়েছে ৩টি। সবগুলোতেই বৃষ্টি প্রভাব ছিল। ড্র টেস্টের দুটি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং একটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এখানে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট হয়েছে তিনটি, সবগুলোই হেরেছে টাইগাররা। ২০০৮ সালে প্রথম মুখোমুখিতে টাইগাররা হেরেছিল ১০৭ রানে। ২০১৪ দ্বিতীয় মুখোমুখিতে হেরে ইনিংস ও ২৪৮ রানে। সেবারও ড্র হয়েছিল চট্টগ্রাম টেস্ট। ২০১৮ সালে চট্টগ্রাম টেস্ট ড্রয়ের পর মিরপুরে হেরে যায় ২১৫ রানে। মিরপুরে তিন টেস্ট ড্র হয়েছে বৃষ্টিতে। আজ মিরপুরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ১২ শতাংশ সম্ভাবনা বৃষ্টির। ঝকঝকে তকতকে আকাশে খেলা হবে মিরপুর টেস্ট।   

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর