মঙ্গলবার, ২৪ মে, ২০২২ ০০:০০ টা

ইমিগ্রেশনে প্রয়োজন ছাড়া জিজ্ঞাসাবাদ না করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রয়োজন ছাড়া যাত্রীদের জিজ্ঞাসাবাদ না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী।

গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, তিনি তাঁর নির্দেশে বলেছেন, ‘এয়ারপোর্টে যাকে সন্দেহ হবে তাকেই চেক করুন। প্রতিদিন যদি সব যাত্রীকে চেকের সম্মুখীন হতে হয় তবে এটা যাত্রীসেবার অনুকূল হবে না। যাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রয়োজন মনে করবেন তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে।’ প্রতিমন্ত্রী বলেন, ২১ হাজার যাত্রী প্রতিদিন আসা-যাওয়া করে। এতসংখ্যক যাত্রীকে প্রশ্ন করা এক দিনে সম্ভব নয়। যাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন কেবল তাদেরই করা হচ্ছে। বাকিরা যাত্রী কি না বিষয়টি ইমিগ্রেশন পুলিশ নিশ্চিত করবে। বিমান প্রতিমন্ত্রী আরও বলেন, কাস্টমসের সঙ্গে কথা হয়েছে, যাতে সব যাত্রীর ব্যাগ চেক করা না হয়। কেবল তথ্যের ভিত্তিতে যাকে সন্দেহ হবে তাকে চেক করা হবে এবং ১ থেকে ২ শতাংশ যাত্রীকে আলাদাভাবে নিয়ে চেক করতে হবে। চেক করতে গিয়ে যাত্রীদের আসা-যাওয়ায় যাতে কোনো হয়রানি না হয় তা নিশ্চিত করতে হবে। আর শিগগিরই যাতে ই-গেট চালু হয় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। হজ ফ্লাইট প্রসঙ্গে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘৩১ মে যাতে হজ ফ্লাইট শুরু করা যায় সেজন্য প্রস্তুতি আছে। কিন্তু হজে যাঁরা যাবেন তাঁদের বাড়ি ভাড়া, মোয়াল্লেম নির্ধারণসহ আনুষঙ্গিক কাজগুলো করতে পারেননি সৌদি কর্তৃপক্ষ। এ বিষয়গুলো এখনো ক্লিয়ার হয়নি। তবে আমাদের বিশ্বাস নির্দিষ্ট সময়ে কাজগুলো সম্পন্ন করবেন সৌদি কর্তৃপক্ষ।’ মাঙ্কিপক্স নিয়ে বিমানবন্দর সতর্ক রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মাঙ্কিপক্স দেখা দিয়েছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। করোনা মোকাবিলায় আমরা সফল হয়েছি। সম্প্রতি জাপানের একটি পত্রিকায় বলা হয়েছে, বিশ্বের মধ্যে বাংলাদেশ পঞ্চম স্থানে সফলতা অর্জন করেছে। সাউথ এশিয়ার মধ্যে আমরা সর্বোচ্চ পর্যায়ে। আগামীতে যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিমান প্রতিমন্ত্রীর সাংবাদিকদের ব্রিফিংকালে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান সাজ্জাদুল হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল।

সর্বশেষ খবর