বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ০০:০০ টা

ড্রয়ের পথে ঢাকা টেস্টও?

ক্রীড়া প্রতিবেদক

ড্রয়ের পথে ঢাকা টেস্টও?

চট্টগ্রাম টেস্টের মতো ঢাকা টেস্টও এগিয়ে যাচ্ছে ড্রয়ের দিকে। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৬৫ রানের জবাবে তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ২৮২ রান। এখন ৮৩ রানে পিছিয়ে সফরকারীরা। তবে কালকের দিনটি ছিল বাংলাদেশের জন্য হতাশার। শ্রীলঙ্কার মাত্র ৩টি উইকেট নিতে পেরেছেন টাইগার বোলাররা। স্বাগতিকদের হতাশা বাড়িয়ে দিয়েছে বৃষ্টি। টানা তিন ঘণ্টা খেলা বন্ধ ছিল। দ্বিতীয় সেশনে বল মাঠে গড়ায়নি।

চট্টগ্রাম টেস্টের মতো ঢাকা টেস্টেও ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন লঙ্কান ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস। বাইশগজে লম্বা সময় পার করেছেন। ১৫৩ বল থেকে ৫৮ রান করে অপরাজিত রয়েছেন। গতকাল হাফ সেঞ্চুরি করেছেন লঙ্কান দুই ব্যাটসম্যান। দিমুথ করুনারত্নে খেলেছেন ৮০ রানের ইনিংস, আরেক ব্যাটসম্যান ধনাঞ্জয়া করেছেন ৫৮। দুই ব্যাটসম্যানকেই ফিরিয়ে দিয়েছেন সাকিব। সব মিলে ২৬ ওভার বোলিং করে ৫৯ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ২ উইকেট শিকার করেছেন পেসার ইবাদত হোসেন। খালেদ আহমেদ প্রতিপক্ষের ওপর কোনো প্রভাবই বিস্তার করতে পারেননি। সুবিধা করতে পারেননি স্পিনার তাইজুল ইসলামও। ঢাকা টেস্টের আর দুই দিন বাকি, কিন্তু এখনো দুই ইনিংসই শেষ হয়নি। নাটকীয় কোনো কিছু না ঘটলে ম্যাচে ফল হওয়া কঠিন। তবে গতকাল বৃষ্টির কারণে এক সেশন খেলা না হওয়ায় ম্যাচের বাকি দুই দিন খেলা আধাঘণ্টা এগিয়ে আনা হয়েছে। অর্র্থাৎ খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর