শুক্রবার, ২৭ মে, ২০২২ ০০:০০ টা

ফের এলোমেলো টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

ফের এলোমেলো টাইগাররা

আউট হয়ে মাথা নিচু করে ফিরছেন মুমিনুল হক -রোহেত রাজীব

ডারবান  ও কেপটাউনের দুঃস্বপ্ন ফের ফিরেছে মিরপুরে! দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টের চতুর্থ ইনিংসে যথাক্রমে ৫৩ ও ৮০ রানে গুটিয়ে গিয়েছিল টাইগাররা। গতকাল ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়েছে মুমিনুল বাহিনী। ইনিংস হার এড়াতে এখনো ১০৭ রান করতে হবে বাংলাদেশকে। আজ পঞ্চম দিন টাইগারদের টেস্ট বাঁচানোর ভরসার নাম প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ও লিটন দাস। মুশফিক ১৪ ও লিটন ২ রানে ব্যাট করছেন। অবশ্য প্রকৃতি যদি সহায় হয়, তাহলে হার এড়ানোর সম্ভাবনা রয়েছে টেস্টের। বাংলাদেশের প্রথম ইনিংসে ৩৬৫ রানের জবাবে সফরকারী শ্রীলঙ্কা অ্যাঞ্জেলো ম্যাথুজের অপরাজিত ১৪৫ ও দিনেশ চান্ডিমালের ১২৪ রানে ভর করে ৫০৬ রান তুলেছে। ম্যাথুজ টানা দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। চাপের মুখে থেকেও টেস্ট বাঁচানোর স্বপ্ন দেখছেন গতকাল দিন শেষে মিডিয়ার মুখোমুখিতে ৪৬ মাস পর টেস্টে ৫ উইকেট নেওয়া সাকিব, ‘মুশফিক ভাই ও লিটন প্রথম ইনিংসের মতো যদি দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারে, তাহলে ম্যাচ বাঁচানোর আশা আছে।’  

প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল মুমিনুল বাহিনী। সেখান থেকে মুশফিক ও লিটন ষষ্ঠ উইকেট জুটিতে রেকর্ড ২৭২ রান যোগ করেন। তাদের জোড়া সেঞ্চুরিতে ৩৬৫ রান করে টাইগাররা প্রথম ইনিংসে। সফরকারী শ্রীলঙ্কা বৃষ্টিস্নাত তৃতীয় দিন শেষ করে ৫ উইকেটে ২৮২ রান তুলে। ম্যাথুজ ৫৮ ও চান্ডিমল ১০ রানে ব্যাট করছিলেন। দুজনে ষষ্ঠ উইকেট জুটিতে ১৯৯ রান করেন। চান্ডিমল ১২৪ রান করে সাজঘরে ফিরেন ইবাদতের বলে। ২১৯ বলের ইনিংসটিতে ছিল ১১টি চার ও ১টি ছক্কা। চট্টগ্রামে মাত্র এক রানের জন্য ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত ম্যাথুজ গতকাল অপরাজিত ছিলেন ১৪৫ রানে। ৩৪২ বলের ইনিংসটিতে ২টি ছক্কা ছাড়াও ছিল ১২টি চার। এছাড়া হাফসেঞ্চুরির ইনিংস খেলেন ওশাদা ফার্নান্দো ৫৭, দিমুথ করুণারত্নে ৮০ ও ধনঞ্জয়া ডি সিলভা ৫৮। ইবাদত ৪ উইকেট নেন ১৪৮ রানের খরচে। সাকিব ২০১৮ সালের জুলাইয়ের পর ফের ৫ উইকেট নিয়েছেন টেস্টে। ৪৬ মাস আগে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়েছিলেন ৬ উইকেট। এরপর গত চার বছরে বাংলাদেশ টেস্ট খেলেছেন ২৪টি। সাকিব খেলেছেন মাত্র ৭টি। ৬১ টেস্ট ক্যারিয়ারে ১৯ বার ৫ বা ততোধিক উইকেট নিয়েছেন বাঁ হাতি স্পিনার। লঙ্কান ইনিংসে তার স্পেল ৪০.১-১১-৯৬-৫। টাইগার ক্রিকেটারদের মধ্যে ৫ বা ততোধিক উইকেট নিয়েছেন ১০ বার আরেক বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। আজ শেষ দিন। ৯০ ওভার খেলা হবে, যদি বৃষ্টি বাঁধা না হয়। ম্যাচ বাঁচাতে মুমিনুল বাহিনীর রয়েছে মুশফিক ও লিটন ছাড়া আরও দুই স্পেশালিস্ট ব্যাটার সাকিব ও মোসাদ্দেক হোসেন সৈকত। সুতরাং সাকিব স্বপ্ন দেখতেই পারেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর