শুক্রবার, ২৭ মে, ২০২২ ০০:০০ টা

যুদ্ধের জেরে বিশ্বমন্দার শঙ্কা

প্রতিদিন ডেস্ক

যুদ্ধের জেরে বিশ্বমন্দার শঙ্কা

ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে খাদ্য, জ্বালানি ও সারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশ্বব্যাংকের প্রধান ডেভিড ম্যালপাস। সূত্র : বিবিসি।

গত বুধবার যুক্তরাষ্ট্রে একটি ব্যবসায়িক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ‘আমরা কীভাবে মন্দা এড়াতে পারি- সেই পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে।’ খবরে বলা হয়, সামনের দিনগুলোতে  বৈশ্বিক অর্থনীতি সংকুচিত হয়ে আসতে পারে বলে সতর্কবার্তা আসছিল কিছুদিন ধরে। এবার তার সঙ্গে যুক্ত হলো বিশ্বব্যাংক প্রধানের এ আশঙ্কা। ডেভিড ম্যালপাস বলেন, করোনাভাইরাস ঠেকাতে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনে ধারাবাহিক লকডাউনের কারণেও অর্থনীতির গতি ধীর হয়ে যাচ্ছে, যা উদ্বেগ সৃষ্টি করেছে।

সর্বশেষ খবর