শুক্রবার, ২৭ মে, ২০২২ ০০:০০ টা
বার কাউন্সিল নির্বাচন

আওয়ামী লীগ ১০, বিএনপি চার পদে এগিয়ে

নিজস্ব প্রতিবেদক

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে আগামী ২৯ মে রবিবার। এ তথ্য জানিয়েছেন বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম। এদিকে কাউন্সিলের ১৪টি পদের মধ্যে ১০টিতে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের সাদা প্যানেল এগিয়ে রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। এ ছাড়া বাকি চার পদে বিএনপি সমর্থকদের এগিয়ে থাকার খবর পাওয়া গেছে। গত বুধবার সারা দেশে ৯৩ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সাতটি আসনে ৩৫ জন প্রার্থী এবং গ্রুপভিত্তিক সাত আসনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’-এর সাতটি সাধারণ আসনের প্রার্থীরা হচ্ছেন- সৈয়দ রেজাউর রহমান, মো. কামরুল ইসলাম, মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, শাহ মো. খসরুজ্জামান, মো. রবিউল আলম (বুদু), মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা) ও মো. নজরুল ইসলাম খান। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ‘জাতীয়তাবাদী ঐক্য প্যানেল’-এর সাতটি সাধারণ আসনের প্রার্থীরা হচ্ছেন- এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, মো. জসিম উদ্দিন সরকার, রুহুল কুদ্দুস কাজল ও আবদুল মতিন।

সর্বশেষ খবর