শুক্রবার, ২৭ মে, ২০২২ ০০:০০ টা

রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে হামলা সাংবাদিকদের ওপর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বিকালে মহানগরীর ভুবন মোহন পার্কে এ হামলার ঘটনা ঘটে। যুবদল কর্মীরা ধাক্কা দিয়ে চ্যানেল২৪-এর ক্যামেরাপারসন আকতারুজ্জামান লেলিন, সময় টিভির ক্যামেরাপারসন আবদুস সালাম, দীপ্ত টিভির ক্যামেরাপারসন মো. ইসলাম, এসএ টিভির ক্যামেরাপারসন আবু সাঈদ, গাজী টিভির ক্যামেরাপারসন রবিউল ইসলাম খোকন ও নিউজ২৪-এর ক্যামেরাপারসন সামিউল আলীম বাপ্পীকে সমাবেশস্থল থেকে বের করে দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সামনে বসা নিয়ে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে বিকাল ৫টার দিকে মারামারি শুরু হয়। এ সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও নিতে শুরু করলে সংঘর্ষে জড়ানো নেতা-কর্মীরা আরও উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে তারা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় ছয়জনকে ধাক্কা দিয়ে সমাবেশ থেকে বের করে দেওয়া হয়। পরে সিনিয়র নেতারা তাদের নিবৃত্ত করেন। পরে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এ ঘটনায় ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, ‘সাংবাদিক ভাইদের কাছে আমি ক্ষমা চাই। এ ঘটনা কারা ঘটিয়েছে বুঝতে পারছি না। বিএনপি একটি বৃহৎ দল। ভুলত্রুটি হতেই পারে। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের ছোট ভাইদের।’ বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করেছিল রাজশাহী মহানগর ও জেলা বিএনপি। বিকাল ৩টার পর নগরীর ভুবন মোহন পার্কে এই সমাবেশ শুরু হয়। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর