রবিবার, ২৯ মে, ২০২২ ০০:০০ টা

ফরমালিন দিয়ে সাজানো অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক

ফরমালিন দিয়ে সাজানো অর্থনীতি

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, ফরমালিন দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সাজিয়ে রাখা হয়েছে। গতকাল সকালে রাজধানীর পল্টন মোড়ে এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, ভাবছেন দেশের আর্থিক অবস্থা ভালো। আসলে এটা ফরমালিন ইকোনমি। ফরমালিন দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। দেশ যখন দুই বছর পর শ্রীলঙ্কা হবে তখন টের পাওয়া যাবে।

বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা, হুমকি-হয়রানির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ। সমাবেশে যানজটে আটকে পড়া যানবাহনের আরোহী ও পথচারীদের উদ্দেশে রেজা কিবরিয়া বলেন, রাষ্ট্রের মেরামত করতে রাস্তা বন্ধ করেছি। এ জন্য আমাদের ক্ষমা করবেন। আপনাদের স্বার্থেই আমরা রাস্তায় নেমেছি।

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেন, আজকে ছাত্রলীগ-যুবলীগকে সরকার ঘোড়ার মতো রাস্তায় নামিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন কীভাবে তারা দেশের সুপ্রিম কোর্টকে রক্তাক্ত করেছে। তাদের পরিচয় উন্মোচিত হলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

সর্বশেষ খবর