মঙ্গলবার, ৩১ মে, ২০২২ ০০:০০ টা

তিস্তা চুক্তি আটকে থাকা লজ্জার

দীপক দেবনাথ, কলকাতা

তিস্তা চুক্তি আটকে থাকা লজ্জার

ভারত-বাংলাদেশের মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি এখনো বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এমপি।  আসামের গুয়াহাটিতে ‘ন্যাচারাল অ্যালাইস ইন ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারডিপেনডেন্স’ (নদি) কনক্লেভ অনুষ্ঠানের ফাঁকে ২৯ মে তিনি ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে ১১ বছরেও আমরা তিস্তা পানি বণ্টন চুক্তি কার্যকর করতে পারলাম না। ভারতের সঙ্গে আমাদের ৫৪টি অভিন্ন নদ-নদী আছে। যৌথ ব্যবস্থাপনায় আমরা সব নদ-নদীর পানি ভাগাভাগি ও একসঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহী। সমগ্র অববাহিকা অঞ্চলের দুই পারের মানুষের কল্যাণেই যৌথ ব্যবস্থাপনা খুবই জরুরি।’ তিনি আরও বলেন, ‘এটা খুবই লজ্জাজনক, আমরা (বাংলাদেশ) প্রস্তুত ছিলাম, ওরাও (ভারত) প্রস্তুত ছিল, তবু এ চুক্তি বাস্তবায়িত হলো না। ভবিষ্যতে পানির জন্য হাহাকার লাগতে পারে এবং আমাদের সবাইকে তার জন্য প্রস্তুত থাকতে হবে।’ এদিকে ‘তিস্তা রিভার কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন’ নামে তিস্তার বাংলাদেশ অংশে নদীটির বিস্তৃত ব্যবস্থাপনা ও পুনরুজ্জীবন প্রকল্পে চীনা সংস্থার সম্ভাব্য বিনিয়োগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিষয়েও মুখ খোলেন আবদুল মোমেন। তিনি বলেন, ‘তিস্তা নিয়ে চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে এখনো কোন প্রস্তাব আসেনি। চীন যেটি নিয়ে প্রস্তাব করছিল সেটি একটি ফরাসি প্রকল্প ছিল। ১৯৮৯ সালে ফরাসি প্রকৌশলীরা তার নকশা করেছিলেন। কিন্তু সেটি ব্যয়বহুল হওয়ায় সে সময় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা সম্ভব হয়নি। এখন চীনারা তার একটি অংশ হাতে নিতে চাইছে, সেটি হলো তিস্তা প্রকল্প। কিন্তু আমিও এটা সংবাদমাধ্যম থেকেই জানতে পেরেছি, আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত চীনের তরফে কোনো প্রস্তাব পাঠানো হয়নি। আমাকে দেখতে হবে, কীভাবে কাজ করা যায়; কেননা তিস্তার পানি বণ্টন চুক্তির ব্যাপারে ভারতের তরফে এখনো কোন সদর্থক উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে চীন যে প্রস্তাব নিয়ে আসতে চাইছে সেটি সত্যিই লাভজনক প্রস্তাব।’ সবশেষে পররাষ্ট্রমন্ত্রী এও বলেন, ‘...যাই হোক, তিস্তা একটি অমীমাংসিত বিষয়, স্বাভাবিকভাবেই আমাদের দেশের মানুষও চাইবে যে সরকার একটা নতুন প্রকল্পের দিকে অগ্রসর হোক। যে কারণে তিস্তার ওপর চীনা প্রকল্পটির বিষয়ে সংবাদমাধ্যমগুলোয় বেশি চর্চিত হচ্ছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর