মঙ্গলবার, ৩১ মে, ২০২২ ০০:০০ টা

বিরোধী মতের ওপর হামলা সংবিধান পরিপন্থী

নিজস্ব প্রতিবেদক

বিরোধী মতের ওপর হামলা সংবিধান পরিপন্থী

গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মহসীন মন্টু বলেছেন, দেশে আদর্শভিত্তিক রাজনীতি ধ্বংস করে লুটপাট জবরদখলের মাধ্যমে নোংরা পরিবেশ সৃষ্টি করছে ক্ষমতাসীন অবৈধ আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, নিশিরাতের সরকারের বিরোধী দল-মতের গণতান্ত্রিক অধিকারের ওপর হামলা সংবিধান পরিপন্থী। গতকাল রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ কার্যালয়ে নির্বাহী পরিষদের সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহসীন রশিদ, মহিউদ্দিন আবদুল কাদের ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক।

মোস্তফা মোহসীন মন্টু বলেন, বাংলাদেশের বৈষম্যের বিরুদ্ধে মুক্তির সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ বিরোধী মতের ছাত্রদলের নারীনেত্রীসহ নেতা-কর্মীদের ওপর যে বর্বর হামলা চালিয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্রের মহড়া দিয়ে বিরোধী মতের শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা শিক্ষার পরিবেশ ব্যাহত করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভীতির সঞ্চার করেছে। হামলাকারীরা চিহ্নিত হওয়া সত্ত্বেও তাদের প্রশাসন গ্রেফতার না করে বরং যারা আহত হয়েছে বা হামলার শিকার হয়েছে তাদের ওপর মিথ্যা মামলা ও গ্রেফতার অব্যাহত রেখেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর