মঙ্গলবার, ৩১ মে, ২০২২ ০০:০০ টা

ইতালি যাওয়ার জন্য ২০ দিন ধরে নিখোঁজ আট যুবক

হবিগঞ্জ প্রতিনিধি

স্থানীয় দালালদের মাধ্যমে ইতালি যাওয়ার জন্য রওনা দিয়ে ২০ দিন ধরে নিখোঁজ রয়েছেন হবিগঞ্জের আট যুবক। নিজের সন্তানদের সন্ধান না পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন মা-বাবাসহ স্বজনরা। অবিলম্বে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ নিখোঁজদের উদ্ধারে সরকারি সহযোগিতা চেয়েছেন তারা।

ভিকটিমদের পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে গত ১ ফেব্রুয়ারি লিবিয়া হয়ে ইতালি যাওয়ার  জন্য রওনা দেন হবিগঞ্জের আট যুবক। তারা হলেন জেলার বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের আবদুুল মমিনের ছেলে মাসুম মিয়া (২২), আবদুস শহিদের ছেলে রজব আলী (২২), ধলাই মিয়ার ছেলে রুহুল আমিন (২১), অমৃত মিয়ার ছেলে সিদ্দিক আলী (২১), মুছিউর রহমানের ছেলে রুবেল মিয়া (২১), আবদুুল মতিনের ছেলে আবদুুল হেকিম ফয়সল ও একই উপজেলার পুরান পাথারিয়া গ্রামের টেনু মিয়ার ছেলে নাইম মিয়া (২২) এবং লাখাই উপজেলার কাটাইয়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (২১)। তারা লিবিয়া পৌঁছে পরিবারের লোকজনদের সঙ্গে যোগযোগ করেন। সেখানে কিছু দিন অবস্থানের পর দালালরা তাদের পরিবারকে বাকি টাকা দেওয়ার জন্য চাপ দেয়। প্রথম দফায় তারা জনপ্রতি ৩ লাখ টাকা করে নিলেও দ্বিতীয় দফায় আরও ৪ লাখ টাকা করে হাতিয়ে নেয়। দুই দফায় ৭ লাখ টাকা নেওয়ার পর চাপ প্রয়োগ করে তৃতীয় দফায় আরও ১ লাখ টাকা করে আদায় করেন। এরপর থেকে তারা নিখোঁজ হয়ে যান। পরবর্তীতে কাটখাল গ্রামের দালাল আমির আলীর কাছে তাদের সন্ধান চাইলে তিনি জানান, তারা লিবিয়ার কারাগারে আটক রয়েছেন। তাদের ছাড়াতে আরও সাড়ে ৩ লাখ টাকা দিতে হবে। এতে হতভম্ব নিখোঁজ যুবকদের অভিভাবকরা। পরে তাদের সন্ধানের জন্য দালাল আমির আলীকে বারবার চাপ সৃষ্টি করলেও নিখোঁজদের কোনো সন্ধান দিতে পারেনি দালাল আমির আলী। অভিযুক্ত আলমগীর ঘটনার সঙ্গে জড়িত নন দাবি করে বলেন, ‘আমি তাদের লিবিয়ায় পাঠিয়েছি। ইতালির বিষয়ে কিছুই জানা নেই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর