শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা

শাহজালালে ২ লাখ ৩০ হাজার ডলারসহ দুই যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ লাখ ৩০ হাজার ৫০০ অবৈধ মার্কিন ডলারসহ দুই যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস (ডিসিএইচ)। আটক ওই দুই যাত্রী হলেন মাহমুদা ফিরোজ ও মেহমেত রেমজি। বুধবার বৈধ ঘোষণা ছাড়া বিপুল পরিমাণ মার্কিন ডলার সঙ্গে নিয়ে বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টার সময় তাদের গ্রেফতার করা হয়। ডিসিএইচের প্রিভেন্টিভ কর্মকর্তা মো. হারুন জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং গেট থেকে মাহমুদা ফিরোজকে আটক করা হয়। তার কাছে ৩০ হাজার ৫০০ মার্কিন ডলার পাওয়া যায়। তিনি এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটের (ইকে-৫৮৭) যাত্রী ছিলেন। একই দিন রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ১০ নম্বর বোর্ডিং গেট থেকে মেহমেত রেমজিকে আটক করা হয়। তার কাছে ২ লাখ মার্কিন ডলার পাওয়া যায়। তিনি টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের (টিকে-৭১৩) যাত্রী ছিলেন। মাহমুদা ফিরোজ বাংলাদেশি। তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। আর মেহমেত রেমজি তুরস্কের নাগরিক। তিনি তুরস্কে যাচ্ছিলেন। কোনোরকম বৈধ ঘোষণা ছাড়াই তারা ২ লাখ ৩০ হাজার ৫০০ মার্কিন ডলার নিয়ে শাহজালাল বিমানবন্দর পার হওয়ার চেষ্টা করছিলেন। জব্দ করা ডলার কাস্টমসের গুদামে জমা দেওয়া হয়েছে। ওই দুই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর