শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা
রুশ টিভির প্রতিবেদন

পুতিনের টার্গেট এখন পোল্যান্ড

প্রতিদিন ডেস্ক

পুতিনের টার্গেট এখন পোল্যান্ড

ইউক্রেনের পর রাশিয়ার পরবর্তী সামরিক অভিযানের টার্গেট ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ড হতে পারে বলে জানিয়েছে ক্রেমলিনপন্থি একটি রুশ টেলিভিশন চ্যানেল। রাশিয়া-১ টিভির উপস্থাপক ওলগা স্কাবিভা তার ‘৬০ মিনিটস’ শোতে ডেইলি বিস্টের সাংবাদিক জুলিয়া ডেভিসকে উদ্ধৃত করে বলেন, রাশিয়ার উচিত ইউক্রেনের পর পশ্চিমা দেশগুলোকে গুঁড়িয়ে দেওয়া আর তা শুরু হতে পারে প্রতিবেশী দেশ পোল্যান্ড দিয়ে। সূত্র : নিউজ উইক। উপস্থাপক ওলগা স্কাবিভা বলেন, ‘আমার কাছে কিছু অপ্রীতিকর খবর আছে আমরা, পদ্ধতিগতভাবে যে অস্ত্রগুলো [ইউক্রেনে] সরবরাহ করা হচ্ছে তা ধ্বংস করতে পারলেও, যুক্তরাষ্ট্র যে পরিমাণে সেগুলো পাঠাচ্ছে তা আমাদের কিছু বৈশ্বিক সিদ্ধান্তে আসতে বাধ্য করছে।’ ক্রেমলিনপন্থি এই উপস্থাপক আরও বলেন, ‘সম্ভবত এটি স্বীকার করার সময় এসেছে যে ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান শেষ হয়েছে, এই অর্থে যে- একটি সত্যিকারের যুদ্ধ শুরু হয়েছে : তৃতীয় বিশ্বযুদ্ধ। আমরা শুধু ইউক্রেনের নয়, পুরো ন্যাটো জোটের নিরস্ত্রীকরণ পরিচালনা করতে বাধ্য হয়েছি।’

খবরে বলা হয়, ন্যাটোর আর্টিকেল ৫ অনুযায়ী কোনো মিত্রের ওপর হামলা পুরো জোটের ওপর হামলা বলে বিবেচিত হবে। আর সে কারণে রাশিয়া যদি ন্যাটো সদস্য পোল্যান্ডে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ৩০ জাতির পুরো জোটের সঙ্গে সরাসরি লড়াই শুরু হয়ে যেতে পারে।

অনুষ্ঠানের আরেক অতিথি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক একাডেমির সদস্য ভ্লাদিমির আভাটকভ উপস্থাপককে থামিয়ে বলেন, ‘আপনি তৃতীয় বিশ্বযুদ্ধের কথা উল্লেখ করেছেন এবং ইউক্রেনের ভূখণ্ডে আমেরিকানরা এবং পোলস যেভাবে কাজ করছে- আসলে, আমাদের ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিনের কথা মনে রাখতে হবে, যিনি বলেছিলেন যদি কেউ বিশেষ সামরিক অভিযানে হস্তক্ষেপ করার চেষ্টা করবে তাকে ভারী মূল্য দিতে হবে।’

এ সময় উপস্থাপক ওলগা স্কাবিভা বলেন, ‘আমরা ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিনের এই কথাগুলো কখনো ভুলে যাইনি, তবে বিপুল সংখ্যক মানুষ এরই মধ্যে লাইনে দাঁড়িয়ে আছে, ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার বিশেষ অভিযানে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। দেখা যাচ্ছে, আমাদের পদক্ষেপ নিতে হবে- কিন্তু পারমাণবিক হামলা না করে কীভাবে আমরা পদক্ষেপ নিতে পারি তা আমরা এখনো ঠিক করতে পারিনি’।

অনুষ্ঠানের আরেক অতিথি এবং রুশ আইনপ্রণেতা ওলেগ মেতভিয়েচেভ বলেন, ‘পোল্যান্ড যদি কোনো হস্তক্ষেপ শুরু করে, এর বর্তমান সীমানা মূল্যহীন হয়ে পড়বে’।

উল্লেখ্য, ইউক্রেনে অস্ত্র পাঠিয়েছে পোল্যান্ড। পোলিশ সরকারি রেডিও ২৯ মে জানিয়েছে, ইউক্রেনে ১৮ এএইচএস ক্রাব সেলফ- প্রোপেলড হাউইটজার ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে।

উপস্থাপক ওলগা স্কাবিভা বলেন, তিনি চান না রাশিয়ার হস্তক্ষেপ কেবল পোল্যান্ডেই থেমে যাক। তিনি বলেন, আমি কেবল পোল্যান্ড নিয়ে কথা বলছি না, মূলত যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের কথা বলি, তারা লাইনে আছে।’

অতিথি ভ্লাদিমির আভাটকভ বলেন, ‘তাড়াহুড়ার দরকার নেই। সবকিছুর লাইন আছে। সবকিছু সময়েই হবে!’

সর্বশেষ খবর