শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা

এবার যুক্তরাষ্ট্রের হাসপাতালে ঢুকে গুলি, নিহত ৫

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের এক স্কুলে গুলি চালিয়ে দেড় ডজনের বেশি শিশু শিক্ষার্থীকে হত্যার রেশ কাটতে না কাটতেই এবার দেশটির ওকলাহোমার টুলসায় অস্ত্রধারী এক ব্যক্তি হাসপাতালে ঢুকে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করেছে। পরে ঘাতক নিজেও আত্মহত্যা করেছেন। সূত্র : রয়টার্স।

স্থানীয় সময় গত বুধবার হাসপাতালটির নাটালি ভবনে এই গুলির ঘটনা ঘটে। টুলসা পুলিশের উপপ্রধান এরিক ডালগেইস সাংবাদিকদের জানান, গুলির খবর পাওয়ার ৩ মিনিটের মাথায় পুলিশ হেইন্ট ফ্রান্সিস হাসপাতালে পৌঁছায়, তাতে হতাহতের সংখ্যা আরও বেড়ে যাওয়া এড়ানো  গেছে। পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় শনাক্তে চেষ্টা করছে, তার বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে বলে ধারণা করা হচ্ছে। নাটালি ভবনে একটি অর্থোপেডিক সেন্টার ও চিকিৎসকদের কার্যালয় অবস্থিত। নিহতরা সেখানকার কর্মী ও রোগী হতে পারে বলে অনুমান করছেন ডালগেইস।  ৪ লাখ ১১ হাজার বাসিন্দার টুলসা রাজ্যের রাজধানী ওকলাহোমা সিটির ১৬০ কিলোমিটার উত্তরপূর্ব দিকে অবস্থিত। প্রসঙ্গত, গত সপ্তাহে টেক্সাসের একটি প্রাথমিক স্কুলে ঢুকে এক বন্দুকধারীর নির্বিচারে চালানো গুলিতে ১৯ শিশু ও দুই শিক্ষক নিহতের ঘটনায় পুলিশের ভূমিকা তীব্র সমালোচনার জন্ম দিয়েছিল। ওই ঘটনায় শ্রেণিকক্ষে ঢুকে বন্দুকধারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ কর্মকর্তারা প্রায় এক ঘণ্টার মতো দেরি করেছিলেন।

দেশটিতে আইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার সুযোগ প্রায় অবাধ বলে ৩২ কোটি নাগরিকের হাতে ৩৯ কোটি আগ্নেয়াস্ত্র রয়েছে; বিভিন্ন সময়ে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবি উঠলেও অস্ত্র নির্মাতাদের চাপে তাতে কোনো পরিবর্তন আনা যায়নি।

সর্বশেষ খবর