শনিবার, ৪ জুন, ২০২২ ০০:০০ টা

গণতন্ত্রের পথে না এলে পরিণতি ভয়াবহ : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেছেন, ‘৭৪ সালে খাদ্যশস্যের দাম বেড়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল। তাই হুমকি না দিয়ে, উল্টাপাল্টা কথা না বলে গণতন্ত্রের পথে আসুন, মানুষ হত্যা বন্ধ করুন; নইলে আপনাদের পরিণতি হবে ভয়াবহ। সে ভয়াবহ পরিণতি যাতে না হয় সেজন্য খালেদা জিয়াকে মুক্তি দিন, জনগণকে মুক্তি দিন। মির্জা ফখরুল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। জাগপা একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাতের সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিএনপির আমান উল্লাহ আমান, খায়রুল কবীর খোকন, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মণি, জাগপার আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, হোসেন মোবারক, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু, জাগপা ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার পতন আন্দোলনে বৃহৎ প্ল্যাটফরম গড়তে বাম ও ডান রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে ঐক্য প্রক্রিয়া শুরু হয়েছে, আসুন আমরা সবাই মিলে সে প্রক্রিয়াকে সফল করি। তিনি বলেন, যারা জোর করে ক্ষমতা দখল করে থাকে তারা কি ক্ষমতা ছেড়ে দেয়? এটা আদায় করতে হবে, সেটা জনগণের শক্তিতেই আদায় করতে হবে। আমাদের তো কোনো শক্তি নেই, শক্তি একটাই- সেটা হচ্ছে জনগণ। নির্বাচনব্যবস্থাকে বর্তমান সরকার ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, এজন্যই আমরা বলেছি আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচন হবে না। এখানে অবশ্যই আওয়ামী লীগকে সরে যেতে হবে। নিরপেক্ষ একটা সরকারের হাতে দায়িত্ব দিতে হবে এবং সে সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করবে।

দেশে খাদ্যপণের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আজকে কী হচ্ছে বাজারে? মন্ত্রী নিজে স্বীকার করেছেন সিন্ডিকেটরা দাম বাড়াচ্ছে। তাহলে আপনি আছেন কেন?

 

সর্বশেষ খবর